শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
 
শিরোনাম: নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ       ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা       একদিনে শনাক্ত আরও ৫১২ জন       দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত       সবার আগে বর্ষবরণ করলো নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া       শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে ভিড়       ২০২১ সালে ধর্ষণের শিকার অন্তত ১৩২১ নারী!      


শামীম জামান-সামিনার ‘শ্বশুরের ফেইসবুক’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৪৬ পিএম |

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শামীম জামান। নিয়মিত নাটক পরিচালনা ও অভিনয় করছেন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নির্মাণ করেছেন নাটক ‘শ্বশুরের ফেইসবুক’। রুহুল আমিন পথিকের রচনায় অভিনয়ের পাশাপাশি নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শামীম জামান নিজেই। তার বিপরীতে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী সামিনা বাশার। এতে আরও অভিনয় করেছেন সাবরিনা তন্নী, হেদায়েত নান্নু, মারুফ, জিসান প্রমুখ। সম্প্রতি পূবাইলের বিলভিলায় নাটকটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে।

নাটক প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘গল্পে দেখা যাবে শ্বশুর ফেইসবুক খুলে সারা দিন মেয়েদের সাথে চ্যাটিং করে। একটা সময় মেয়েদের নিয়ে কল্পনায় চলে যায়। ফেইসবুক নিয়ে তার সব সময় আজেবাজে চিন্তা। সবাইকে ছবি পাঠিয়ে লাইক-কমেন্ট করার অনুরোধ করেন। বয়সের তুলনায় গতিবিধি পরিবর্তন হয়ে যায়। এমন অবস্থা দেখে এক সময় তার ছেলে ও মেয়ের জামাই মিলে পরিকল্পনা করে একটি মেয়েকে দিয়ে শ্বশুরের সাথে চ্যাট করিয়ে মেয়েটিকে দিয়ে বলায় যে, আমি আপনাকে বিয়ে করব আপনার জমি বিক্রি করে টাকা নিয়ে আসেন। শ্বশুর বাড়ি বিক্রি করে নিয়ে যায়। রাতে টাকাগুলো ছিনতাই হয়ে যায়। সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়। এভাবেই গল্পটি এগিয়ে যায়। নাটকে ফেইসবুকের অপ্রব্যবহার সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে। অচিরেই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

সামিনা বাশার বলেন, ‘শামীম জামান মামার সঙ্গে প্রথমবার কাজ করলাম তাও আবার তার বিপরীতে। তিনি অত্যন্ত মেধাবী নির্মাতা ও অভিনেতা। শূটিংয়ে অনেক সহযোগিতা করেছেন। ফেইসবুক ব্যবহার করে আমরা যে সমস্যায় পড়তে পারি এবং এর অপ্রব্যবহার সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে। আশা রাখছি নাটকটি দর্শকদের ভালো লাগবে। অনেক কিছু শেখার আছে।’







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com