সোমবার ৮ জুলাই ২০২৪ ২৪ আষাঢ় ১৪৩১
 
শিরোনাম: সাংবাদিকদের সব মিথ্যার প্রতিবাদ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী       বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু       জুনে খাদ্য মূল্যস্ফীতি ১০.৪২ শতাংশ       ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-চাঁনখারপুল অবরোধ, অচল রাজধানীর ৬ সড়ক       প্রধানমন্ত্রীর চীন সফরে ২০ সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা       সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধ       আগস্টেও বন্যার আভাস      


কোয়ার্টার ফাইনালে মেসির খেলা নিয়ে শঙ্কা; যা বললেন স্কালোনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৯:১৬ PM

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে দাপটের সঙ্গেই কোয়ার্টার ফাইনালে ওঠেছে লিওনেল স্কালোনির দল। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আগামীকাল সকালে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে শেষ চারে ওঠার লড়াইয়ে আগামীকাল আর্জেন্টিনার একাদশে লিওনেল মেসি খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন আলবিসেলেস্তেদের অধিনায়ক। এরপর পেরুর বিপক্ষে খেলেননি তিনি। তবে চোট থেকে মেসি সেরে ওঠেছেন বলেই ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। এদিকে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে স্কালোনি জানিয়েছেন, মেসিকে দলে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তিনি।

স্কালোনি বলেন, ‘আমি এখনো তার অবস্থা নিয়ে কথা বলিনি। আমার মনে হয় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাই ভালো। অবশ্যই আজ (গতকাল) কথা বলব; কারণ, ম্যাচের এক দিন আগে এবং (সুস্থ হয়ে উঠতে) তার পুরো সময়টাই পাওয়া উচিত। যতটা সম্ভব অনুশীলনও করে নিতে পারছে। অনুশীলনের আগে কথা বলে তারপর সিদ্ধান্ত নেব।’ পেরুর বিপক্ষে ম্যাচে মেসি না খেললেও আর্জেন্টিনা ম্যাচটি জিতে নিয়েছিল ২-০ গোলে। নিষেধাজ্ঞা থাকায় সেই ম্যাচে ডাগ আউটে দাড়াতে পারেননি স্কালোনি। জোড়া গোলে আলবিসেলেস্তেদের জয়ের নায়ক ছিলেন লাওতারো মার্টিনেজ। এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। তাকে নিয়ে বিশ্বজয়ীদের কোচ বলেন, ‘সে এবারের কোপায় দারুণ করছে। শুধু ভালো নয়, সে সুযোগের অপেক্ষা করেছে এবং সুযোগ কাজে লাগিয়েছে। এটাই আমাকে সবচেয়ে খুশি করছে।’

এদিকে এবারের আসরে ব্রাজিল কিংবা উরুগুয়েরও শিরোপা জেতার সম্ভাবনা আছে জানিয়ে স্কালোনি আরও বলেন, ‘এটা খুবই উঁচু পর্যায়ের একটা টুর্নামেন্ট। বেশ কয়েকটি দল এখানে ভালো করেছে। গতকাল যেমন ব্রাজিল–কলম্বিয়া ম্যাচটা খুব উপভোগ করেছি। উরুগুয়ে ভালো খেলছে। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের যে কেউ ফাইনালে গিয়ে কাপ জিততে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর ভারত সফর শতভাগ সফল হয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
সাংবাদিকদের সব মিথ্যার প্রতিবাদ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
সোমবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা
"আমি কোন ব্যক্তির এমপি হতে চাইনা, সকলের এমপি হতে চাই" : এমপি শহিদুল ইসলাম
সম্প্রীতির বাংলাদেশে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুমিল্লা প্রেস ক্লাবে জেলা পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হাতের কবজি ফেলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন
কুমিল্লায় ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু
নাট্যকার ও কথাসাহিত্যিক লিপি মনোয়ারকে বাংলাদেশ লেখিকা সংঘের স্বর্ণপদক প্রদান
প্রবাসী সাংবাদিক ইসমাইল হোসেনের চাচা আর নেই
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com