রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


প্রকাশ পেলো সাজু’র ‘দুর্ধর্ষ সাত গোয়েন্দা’
প্রকাশ: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ AM

বিনোদন প্রতিবেদক :
 শাহআলম সাজু। কথাসাহিত্যিক ও সাংবাদিক। দুই দশকের বেশি সময় ধরে লেখালেখি করছেন। এবার একুশে বই মেলা উপলক্ষে প্রকাশ পেয়েছে ৫০ তম বই। বইটির নাম দুর্ধর্ষ সাত গোয়েন্দা। প্রকাশ করেছে অনন্যা। প্রচ্ছদ করেছেন ধ্র“ব এষ। বইটির মূল্য ৫৫০ টাকা। সাজু বলেন, প্রতিটি নতুন বই আমাকে প্রথম প্রকাশিত বইয়ের মতোই আনন্দ দেয়। ৫৯ তম বইটিও আমাকে আনন্দ ও উওেজনা দিয়েছে নতুন সৃ ষ্টির নেশায়।বইটি পাঠকপ্রিয়তা হবে এটাই চাওয়া। সাজু আরও বলেন, লেখক হওয়ার জন্য ঢাকা শহরে এসেছিলাম। এখনো পাঠকপ্রিয় হওয়ার পথে হাঁটছি। উল্লেখ্য,সাজুর প্রথম উপন্যাস প্রকাশিত হয় ১৯৯৮ সালের ডিসেম্বরে। তার বাড়ি টাংগাইল জেলার সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামে। পেশায় সাংবাদিক সাজু ডেইলি স্টার পত্রিকার সঙ্গে যুক্ত ১১ বছর ধরে।







প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com