শিরোনাম: |
চিত্তমহল প্রতিবেদক :
কামাল খান, এই প্রজšে§র নতুন অভিনেতা। স্বপ্ন ছিলো তার প্রিয়দর্শিনী মৌসুমীর সেঙ্গ অভিনয় করার। বহুদিন পরে হলেও তার সেই স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। প্রথমবারের মতো প্রিয়দর্শিনী মৌসুমী’র সঙ্গে অভিনয় করার ুসযোগ পেলেন কামাল খান। মির্জা রাকিবের রচনায় ও তারেক শিকদারের পরিচালনায় কামাল খান অভিনয় করেছেন ‘ভক্ত’ নামের একটি টেলিফিল্মে। এরইমধ্যে ‘ভক্ত’র শুটিং শেষ করেছেন কামাল খান। এটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। প্রিয়দর্শিনী মৌসুমীর সঙ্গে অভিনয় করার ুসযোগ পেয়ে ভীষণ উচ্ছসিত কামাল। কামাল বলেন, ‘আমার অভিনয় জীবনের শুরুতেই আমার সবচেয়ে প্রিয় নায়িকা শ্রদ্ধেয় মৌসুমী ম্যাডামের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি-এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। প্রিয়দর্শিনী মৌসুমী ম্যাডামের সঙ্গে অভিনয় করাটা আমার কাছে এখনো স্বপ্নের মতো মনে হয়। এখনো আমার নিজেরই বিশ্বাস হয়না যে আমি ম্যাডামের সঙ্গে অভিনয় করেছি। একজন নতুন হিসেবে তিনি আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, ভুল হলে শুধরে দিয়েছেন-এটা আমার জন্য ছিলো কাজটাকে সহজ করে দেয়ার মতো। ম্যাডামের মতো একজন বড় মাপের নায়িকা’র সঙ্গে কাজ করাটা নতুন হিসেবে আমার জন্য ছিলো অনেক চ্যালেঞ্জেরও বিষয়।