রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


‘ভক্ত’ দিয়ে যাত্রা শুরু কামাল খানের
প্রকাশ: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ AM

চিত্তমহল প্রতিবেদক :
কামাল খান, এই প্রজšে§র নতুন অভিনেতা। স্বপ্ন ছিলো তার প্রিয়দর্শিনী মৌসুমীর সেঙ্গ অভিনয় করার। বহুদিন পরে হলেও তার সেই স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। প্রথমবারের মতো প্রিয়দর্শিনী মৌসুমী’র সঙ্গে অভিনয় করার ুসযোগ পেলেন কামাল খান। মির্জা রাকিবের রচনায় ও তারেক শিকদারের পরিচালনায় কামাল খান অভিনয় করেছেন ‘ভক্ত’ নামের একটি টেলিফিল্মে। এরইমধ্যে ‘ভক্ত’র শুটিং শেষ করেছেন কামাল খান। এটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। প্রিয়দর্শিনী মৌসুমীর সঙ্গে অভিনয় করার ুসযোগ পেয়ে ভীষণ উচ্ছসিত কামাল। কামাল বলেন, ‘আমার অভিনয় জীবনের শুরুতেই আমার সবচেয়ে প্রিয় নায়িকা শ্রদ্ধেয় মৌসুমী ম্যাডামের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি-এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। প্রিয়দর্শিনী মৌসুমী ম্যাডামের সঙ্গে অভিনয় করাটা আমার কাছে এখনো স্বপ্নের মতো মনে হয়। এখনো আমার নিজেরই বিশ্বাস হয়না যে আমি ম্যাডামের সঙ্গে অভিনয় করেছি। একজন নতুন হিসেবে তিনি আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, ভুল হলে শুধরে দিয়েছেন-এটা আমার জন্য ছিলো কাজটাকে সহজ করে দেয়ার মতো। ম্যাডামের মতো একজন বড় মাপের নায়িকা’র সঙ্গে কাজ করাটা নতুন হিসেবে আমার জন্য ছিলো অনেক চ্যালেঞ্জেরও বিষয়।











প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com