শিরোনাম: |
অভি মঈনুদ্দীন :
অরুনা বিশ্বাস, একাধারে একজন অভিনেত্রী, নাটক ও চলচ্চিত্র পরিচালক। এর পাশাপাশি তিনি যে গানও গাইতে পারেন, সেটা তার খুউব কাছের মানুষ বেশ ভালোভাবেই অবগত আছেন। স্কুল কলেজ জীবনে তিনি নাচে যেমন পারদর্শী ছিলেন ঠিক তেমনি গানেও। তারই বাবা যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাসের কাছেই তার গানে হাতেখড়ি ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গানটি শেখার মধ্যদিয়ে। এরপর নানান সময়ে বিভিন্ন অনুষ্ঠানে শখের বশে তার গান গাওয়া হয়েছে। গেলো বছর শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পিতা অমলেন্দু বিশ্বাসকে স্মরণ করে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানটি গেয়েছেন। আয়োজন করে কোন গান রেকর্ড করা এবারই প্রথম করেছেন তিনি। তবে এবারই প্রথম অরুনা বিশ্বাস সিনেমায় প্লে-ব্যাক করেছেন। তার প্রথম পরিচালিত সিনেমা ‘অসম্ভব’ সিনেমাতেই তিনি প্রথম প্লে-ব্যাক করেছেন। গানের শিরোনাম ‘ও শাড়ি’। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর সঙ্গীত করেছেন অমিত চ্যাটার্জি। অরুনা বিশ্বাস জানান, তার নিজের লিপেই গানটি দর্শক উপভোগ করবেন। এদিকে এরইমধ্যে গেলো শুক্রবার বিমান বন্দর এবং হাইকোর্টে বিভিন্ন দৃশ্য ক্যামেরাবন্দী করার মধ্যদিয়ে শেষ হলো অরুনা বিশ্বাসের প্রথম পরিচালিত সিনেমা ‘অসম্ভব’র কাজ। সরকারী অনুদানে নির্মিত এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুনা বিশ্বাস, সোহানা সাবা, শাহেদ শরীফ খান, খলিলুর রহমান কাদেরী, শতাব্দী ওয়াদুদ, স্বাগতা, গাজী আব্দুন নূর’সহ আরো অনেকে। সিনেমায় প্রথম প্লে-ব্যাক এবং প্রথম পরিচালিত সিনেমার কাজ শেষ হওয়া প্রসঙ্গে অরুনা বিশ্বাস বলেন, ‘খুউব শান্তি লাগছে সিনেমার কাজ শেষ করে। বুঝাতে পারবোনা আসলে ক্যামেরা ক্লোজ হবার পর কতোটা রিল্যাক্স লাগছে আমার। সৃষ্টিকর্তার অসীম কৃপায় কোনরকম ঝামেলা ছাড়া সিনেমাটি শেষ করতে পেরেছি। আমার ভাই মিঠু না থাকলে এতো চমৎকারভাবে কাজটি শেষ করা সম্ভব ছিলো না। প্রত্যেক শিল্পী আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন। আর সিনেমায় আসলে অনেকটাই হুট করেই গাওয়া। যেহেতু অমিতের সঙ্গীতায়োজনে আগেই গান করেছিলাম, অমিতও গানের প্রতি আমার আগ্রহটা জানতো। আর সবার আগ্রহেই মূলত প্লে-ব্যাক করে ফেলা। জীবনে এমন সুযোগ আর নাও আসতে পারে। আমার সিনেমায় থেকে যাক না আমার নিজের কণ্ঠের একটি গান। আমার বিশ্বাস দর্শক-শ্রোতার ভালোলাগবে গানটি।’ ১৯৮৬ সালের ৬ জুন নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমাতে নায়িকা হিসেবে অরুনা বিশ্বাসের অভিষেক হয়।
ছবি: আলিফ রিফাত