শিরোনাম: |
অভি মঈনুদ্দীন : বিরিশিরি, নেত্রকোনা জেলা’র দূর্গাপুর উপজেলার একটি গ্রাম। ইংরেজ শাসন আমলে স্থাপিত শত বছরের পুরনো বয়েজ ও গালর্স হাই স্কুল, সরকারী কালচারাল একাডেমী, সোমেশ্বরী নদী, সাগর দিঘী, দুর্গাপুর রাজবাড়ী, পুরাকীর্তি নিদর্শন মঠগড়, মনোরম প্রাকৃতিক পরিবেশ আর দর্শনীয় স্থানগুলোর কারণে পর্যটকদের কাছে এটির যথেষ্ট সুনাম আছে। সাম্প্রতিক সময়ে বিরিশিরি’তে সিনেমার শুটিং-এর ব্যস্ততা যেন হঠাৎ’ই বেড়ে গেলো। সেই ধারাবাহিকতায় এবার সেখানে গতকাল সকাল থেকে শুরু হলো দর্শকপ্রিয় নায়িকা শিরীন শিলা অভিনীত চন্দন চৌধুরী পরিচালিত ‘গিরগিটি’ সিনেমার শুটিং। গত বৃহস্পতিবার রাতে রওয়ানা দিয়ে শিরীন শিলা গতকাল সকালে বিরিশিরি’তে শুটিং লোকেশনে পৌঁছেছেন। কিছুটা সময় বিশ্রাম নিয়ে তারপর সেখানে শুরু হলো ‘গিরগিটি’ সিনেমার গানের শুটিং। শিরীন শিলা বলেন, ‘গিরগিটি-সিনেমার দু’টি গানের শুটিং দিয়েই মূলত এই সিনেমার সঙ্গে আমার কাজ করা শুরু হবে। আগামী ভালোবাসা দিবস পর্যন্ত আমাকে বিরিশিরি’তেই গানের মিটিং-এ ব্যস্ত থাকতে হবে। এরপর ঢাকায় ফিরে সিনেমার অন্যান্য কাজ শুরু হবে। চন্দন দাদা’র নির্দেশনায় এটাই আমার প্রথম কাজ। আশা করছি সবকিছু মিলিয়ে ভালো একটি সিনেমা হবে। ধন্যবাদ শাহীন সুমন ভাইয়া’কে আমাকে এই সিনেমার সাথে সম্পৃক্ত করার জন্য।’ গত বছরের শেষটায় একটা শুভ সংবাদ দিয়ে শিরীন শিলা’র বছর শেষ হয়। তিনি মাস্টার্সে ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয়েছিলেন। সেই খুশির রেশ ধরেই নতুন বছরের প্রথম সপ্তাহেই শুরু হয় মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ওয়েব সিরিজ ‘জিম্মি’র কাজ। ওয়েব সিরিজ’র কাজর পরপরই তিনি শেষ করেন একই পরিচালকের সিনেমা ‘ঘর ভাঙ্গা সংসার’। দু’টোতেই তার সহশিল্পী হিসেবে আছেন ডিপজল। শিলা জানান, জিম্মি’র জন্য তাকে অনেক শ্রম দিতে হয়েছে। কারণ এটি একটি অ্যাকশান নির্ভর ওয়েব সিরিজ। আবার শিগগিরই শিরীন শিলা শুরু করতে যাচ্ছেন রশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমার কাজ। তবে এতে তার বিপরীতে কে আছেন তা এখনো চূড়ান্ত হয়নি। এদিকে এরইমধ্যে সেন্সর বোর্ড সদস্য কর্তৃক চমৎকার অভিনয়ের জন্য ভূয়ষী প্রশংসা পেয়েছেন শিরীন শিলা মেহেদী হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা’ ভাসে সিনেমাতে অভিনয়ের জন্য। এতে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। সিনেমাটি নিয়ে সিনেমার পরিচালক মেহেদী হাসানের রয়েছে অনেক স্বপ্ন। মেহেদী’র ভাষ্য, নদীর জলে শাপলা ভাসে’ দিয়ে শিরীন শিলা অভিনয়ে
ঘুরে দাঁড়াবেন।
ছবি: গোলাম সাব্বির