রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন রোজিনা
প্রকাশ: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ AM

চিত্তমহল প্রতিবেদক : ক্রমশ জটিল হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির ভবিষ্যৎ। সেই জটিলতায় নতুন করে যুক্ত হলেন ঢালিউডের অন্যতম জ্যেষ্ঠ অভিনেত্রী রোজিনা। সদ্য নির্বাচিত কার্যনির্বাহী সদ্য পদ থেকে অব্যাহতি নিলেন ৮০’র দশকের তুমুল জনপ্রিয় এই নায়িকা। যে পদত্যাগের মধ্যদিয়ে সমিতির চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন চলচ্চিত্রজনরা।   গত বৃহস্পতিবার রাজিনা প্রথমে সরাসরি সমিতির অফিসে গিয়ে কাউকে না পেয়ে একইদিন ই-মেইলের মাধ্যমে এই পদত্যাগপত্র পাঠান। তথ্যটি রোজিনা নিজেই নিশ্চিত করেছেন। কিন্তু হঠাৎ কেন এই পদত্যাগ? জবাবে বলেন, ‘ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত আমি। তাই সমিতিতে সময় দেওয়া সম্ভব হবে না সামনে। এ জন্যই পদত্যাগ করেছি।
















প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com