শিরোনাম: |
চিত্তমহল প্রতিবেদক : ক্রমশ জটিল হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির ভবিষ্যৎ। সেই জটিলতায় নতুন করে যুক্ত হলেন ঢালিউডের অন্যতম জ্যেষ্ঠ অভিনেত্রী রোজিনা। সদ্য নির্বাচিত কার্যনির্বাহী সদ্য পদ থেকে অব্যাহতি নিলেন ৮০’র দশকের তুমুল জনপ্রিয় এই নায়িকা। যে পদত্যাগের মধ্যদিয়ে সমিতির চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন চলচ্চিত্রজনরা। গত বৃহস্পতিবার রাজিনা প্রথমে সরাসরি সমিতির অফিসে গিয়ে কাউকে না পেয়ে একইদিন ই-মেইলের মাধ্যমে এই পদত্যাগপত্র পাঠান। তথ্যটি রোজিনা নিজেই নিশ্চিত করেছেন। কিন্তু হঠাৎ কেন এই পদত্যাগ? জবাবে বলেন, ‘ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত আমি। তাই সমিতিতে সময় দেওয়া সম্ভব হবে না সামনে। এ জন্যই পদত্যাগ করেছি।