প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৮:৩৯ PM
মুজিববর্ষ, বিজয়ের ৫০ বছর পূর্তি ও সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ রেল স্টেশন কৃষ্ণচুড়া চত্বর থেকে বিশাল বিজয় পতাকা মিছিল, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয় পতাকা সমাবেশ শেষে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে সমাপ্ত হয়।
বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে. এম. খালিদ বাবু এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বচিপ) মহাসচিব প্রফেসর ডা. এম. এ আজিজ, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক খন্দকার নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি মো. আল আমিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমূখ।
মিছিল বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ অংশ নেন।