রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


শ্রীমঙ্গলে টাকা ছিনতাইর ঘটনায় এক যুবক আটক
ইমরান হোসেন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৮:২৬ PM

শ্রীমঙ্গলে এক মহিলার এক লক্ষ টাকা ছিনতাই এর ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আটক হওয়া যুবক হলেন উপজেলার শাহজিবাজার এলাকার হাজী আব্দুল করিমের ছেলে ইপ্তি (২৫) বলে জানায় পুলিশ। 

জানা যায়, শহরের কোর্ট রোড এলাকার আওয়াল মিয়ার স্ত্রী লাকী আক্তার (৩০) গত বুধবার দুপুর দেড় টার সময় শহরের সিটি ব্যাংক শাখা থেকে প্রায় এক লক্ষ টাকা উত্তোলন করেন। ওই মহিলা টাকা তুলে কোর্ট রোড এলাকার মৌ গার্মেন্টস পার হওয়ার সময় পেছন থেকে একটি মোটরবাইকে তিনজন মহিলাকে যুবক গতি রোধ করে চাকু দেখিয়ে ও মারপিট করে মহিলার টাকার ব্যাগসহ ছিনতাই করে নিয়ে যায়।  

পরে মহিলা অজ্ঞাত নামা তিনজনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইপ্তি নামে ওই যুবককে আটক করে। এ ব্যাপারে লাকী আক্তার জানান,খবর পেয়ে তিনি থানায় গিয়ে ওই আসামী ঘটনার সময় ছিল বলে সনাক্ত করেন। তিনি আসামীদের নিকট থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধার ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির সংবাদ প্রতিদিন কে  জানান, অভিযোগ পেয়ে ইপ্তি নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করার কথা নিশ্চিত করেন। 







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com