প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৮:০৮ PM
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণে জাপা’র ৩ প্রার্থী,বে-সরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোরম পরিবেশে ৩ ইউপিতে নির্বাচন সম্পূর্ণ হয়। এতে নির্বাচিতরা হলেন, কিশোরগঞ্জ সদর ইউপিতে হোসেন শহীদ সোহয়ারর্দি গ্রেনেড বাবু, লাঙ্গল প্রতীক নিয়ে-৮৭৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিছুল ইসলাম আনিছ, নৌকা প্রতীক নিয়ে-৫৬২৭ ভোট পেয়েছেন।
মাগুরা ইউপিতে আখতারুজ্জামান মিঠু,লাঙ্গল নিয়ে-৮৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী,স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান শিহাব, চশমা প্রতীক নিয়ে-৫৭০৩ পেয়েছেন। বড়ভিটা ইউপিতে আলহাজ্ব ফজলার রহমান, লাঙ্গল প্রতীক নিয়ে-৬৭৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী শ্রী তপন কুমার রায়, চশমা প্রতীক নিয়ে-৪১৮৫ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম বে-সরকারিভাবে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।