শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


নান্দাইলে বোরো আবাদে ব্যস্ত হয়ে পড়ছেন কৃষকরা
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৮:০৪ PM

প্রচন্ড শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে ময়মনসিংহের নান্দাইলে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়ছেন কৃষকরা। বিস্তীর্ণ এলাকার মাঠজুড়ে বোরো আবাদের ধুম চলছে। ভোরের আলো ফুটার আগেই কোমর বেঁধে ফসলের মাঠে নেমে পড়ছেন কৃষকরা। কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যার পাশাপাশি জমি চাষের কাজ চলছে পুরোদমে।

নান্দাইল উপজেলা সদর, নান্দাইল পৌর এলাকা, আচারগাঁও, চন্ডীপাশা, গাংগাইল, রাজগাতী, মুশুল্লি, সিংরইল, জাহাঙ্গীরপুর, মোয়াজ্জেমপুর, শেরপুর, খারুয়া, বীরবেতাগৈর ও চরবেতাগৈর ইউনিয়নে বিস্তীর্ণ এলাকার মাঠজুড়ে বোরো আবাদের ধুম চলছে। নদীর পাড়ে, খালের ধারে, রাস্তার পাশের জমিতে, বিস্তীর্ণ ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা। কোথাও গভীর নলকূপ থেকে চলছে জলসেচ, ট্রাক্টর, পাওয়ার টিলার দিয়ে কোথাও চলছে জমি চাষের কাজ। আবার বোরো ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা। এ এলাকার বিস্তীর্ণ এলাকার মাঠজুড়ে বোরো আবাদের জন্য কৃষকরা জমি তৈরি করে ধানের চারা রোপণ শুরু করেছেন।

সরেজমিনে দেখা যায়, গ্রামাঞ্চলের বোরো আবাদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। সময় বাঁচাতে ক্ষেতের আইলে বসেই দুপুরের খাবার সেরে নিচ্ছেন কৃষকরা। প্রচন্ড শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে বীজতলা থেকে জালা তুলে রোপন করছেন জমিতে।

উপজেলার ভূইয়াপাড়া গ্রামের কৃষক তোতা মিয়া, লালমিয়া ও হাফিজ উদ্দিন জানান, বোরো ধানের আবাদে মৌসুমের শুরুতেই চারা রোপণ করলে ঝড়-বৃষ্টির কবলের আগেই ধান গোলায় তোলা যায়। এতে ক্ষয়ক্ষতি হয় না, ফলনও ভালো পান বলে জানান তারা। 

চলতি বছর নান্দাইল উপজেলায় ২২,৩৫৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। গত বছর ২২,২৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয় বলে জানান নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র। গেল আমন মৌসুমে ধানের ফলন ও দাম ভালো পাওয়ায় বোরো মৌসুমে ধান চাষের প্রতি আগ্রহ বেড়েছে এ উপজেলার কৃষকদের। এই অঞ্চলে আবহাওয়া ও রোগ বালাই কম হওয়ায় প্রতিবছর ধানের উৎপাদন ভালো হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল করিম বলেন, আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা এবারও ছাড়িয়ে যাবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ আনিসুজ্জামান বলেন, আশা করা যাচ্ছে আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে এবছর বোরো ধানের বাম্পার ফলন হবে।’ 







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com