শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে ভিড়
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৬:১৭ PM আপডেট: ৩১.১২.২০২১ ৭:১৭ PM

এক বছরের আনন্দ, বেদনা, গল্প গাঁথা নিয়ে বিদায় নিয়েছে ২০২১ সালের শেষ সূর্য। সেই বিদায়ক্ষণের সূর্যাস্তের সময় কক্সবাজার সৈকতে ভিড় জমিয়েছেন বিপুল দর্শনার্থী। আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে সূর্যাস্তের সময় এমন ভিড় দেখা গেছে।

রাত পোহালেই শুরু হবে নতুন বছরের পথ চলা। ৩৬৫ দিনের সফলতা-ব্যর্থতা পিছনে ফেলে সুন্দর আগামীর আহ্বানে ৩১ ডিসেম্বর রাতে পালন করা হয় থার্টি ফাস্ট নাইট বা বর্ষবরণ উৎসব। নতুন বছরে সবার প্রত্যাশা ২০২১ যেমন সবাই মিলে-মিশে কাটিয়েছে সেভাবে কাটুক ২০২২।

সৈকতের বালুচরে আসা দর্শনার্থী তাবাসুম নাবিলা বলেন, শুক্রবারের এই সূর্য পশ্চিমাকাশে ডোবার সঙ্গে সঙ্গেই বিদায় হবে ঘটনাবহুল ২০২১ সাল। পৃথিবীর হালখাতা থেকে স্মৃতি হয়ে যাবে আরও একটি বছর। শনিবার পথচলা শুরু হবে ২০২২ সালে। এ বছরের বিদায়ী সূর্যের বিকিরণ দেখতে আমরা বন্ধুরা মিলে বালিয়াড়িতে এসেছি।

এদিকে, করোনা মহামারি আর রোহিঙ্গা ইস্যুর কারণে বেশ কয়েক বছর থার্টিফাস্ট নাইট উদযাপন নিয়ে সৈকতের বালিয়াড়ি বা উন্মুক্ত কোনো স্থানে অনুষ্ঠান হয়নি। এবারও কক্সবাজারে থাকছে না কোনো আয়োজন। তবে, নিয়মরক্ষায় তারকা হোটেলগুলো নিজস্ব ব্যবস্থাপনায় ইনডোর প্রোগ্রাম আয়োজন করছে। হোটেলের অতিথি, বিদেশি পর্যটক ও বিশেষ মেহমান ছাড়া এসব অনুষ্ঠানে অন্যদের যোগ দেওয়ার সুযোগ নেই।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিললুর রহমান বলেন, ‘বিগত সময়ের অভিজ্ঞতায় এবারও বছরের শেষ দিনে লাখো পর্যটক উপস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকতের আশেপাশে টহল জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। সচেতনতামূলক মাইকিংও করা হচ্ছে।’ 







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com