প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৩:৪৬ PM
দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার্সে। আজ শুক্রবার ৩১ ডিসেম্বর দুপুর ২টার দিকে নতুন এই আউটলেটটি উদ্বোধন করা হয়। ঠিকানা : প্লট ১, রোড ৫, ব্লক বি, বসিলা সিটি ডেভেলপার্স, মোহাম্মদপুর, ঢাকা।
এ সময় উপস্থিত ছিলেন মো. রুহুল ইসলাম (চিফ ইন্জিনিয়ার হোটেল ইন্টারকন্টিনেন্টাল), মো. আছাদুজ্জামান। (এফ. সি. এম.এ), ব্যবস্থাপনা পরিচালক (অরবিটেক বিল্ডার্স লি.) মো. শাহজাহান মিয়া, ব্যবস্থাপনা পরিচালক বসিলা সিটি ডেভলপারস লি., মো. আলী হায়দার চৌধুরী (এফ.সি.এম.এ) কাউন্সিল মেম্বার (আই. সি.এম.এ.বি) ও স্বপ্নের সাইট একুজিশনের মো. হাসানুর রহমান এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, মোহাম্মদ রাজিবুল হাসান প্রমুখ।
আউটলেটের উদ্বোধন উপলক্ষ্যে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। থাকছে হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর ১৭৪২-৫৮৫৮৫২।