বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


কালো পতাকা মিছিল থেকে সরকারের পদত্যাগ দাবি করল বাম জোট
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:০০ AM

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল থেকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সরকারের ‘ভোট ডাকাতির’ ৩ বছর পূর্তিতে কালো দিবস কর্মসূচি পালন করে বাম জোট। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এদিন সকাল সাড়ে ১১টায় ঢাকার পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাম জোটের কেন্দ্রীয় নেতা সাইফুল হক, সাজ্জাদ জহির চন্দন, অধ্যাপক আব্দুস সাত্তার, মানস নন্দী, মোশরেফা মিশু, বাচ্চু ভূইয়া, হামিদুল হক ও বিধান রায়। সমাবেশ পরিচালনা করেন আকবর খান। সমাবেশে বাম জোট নেতারা বলেন, তিন বছর আগে ২০১৮ সালের নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকার আমলা-পুলিশ ও দলীয় গুন্ডাদের ‘দিয়ে দিনের ভোট রাতে সিল মেরে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতিও তাদের কোনো দায়বোধ নাই। ফলে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীন হয়ে সরকার দেশে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট কায়েম করেছে।
বাম নেতাদের অভিযোগ, চাল, ডালসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দিশেহারা। সিন্ডিকেটের কাছে জনগণ জিম্মি। গুম, খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন মাত্রা ছাড়িয়েছে। নিবাচনকে নির্বাসনে পাঠিয়ে গণতন্ত্রের কবর রচনা করে সরকার দেশে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে। ক্ষমতায় না থেকে নির্বাচন করে জয় লাভের কোনো সম্ভাবনা থাকে না বলে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে শাসকদের এত ভয়।
তারা বলেন, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং চলমান ইউপি নির্বাচনে প্রমাণ হয়েছে দলীয় সরকার তথা শেখ হাসিনা সরকারের অধিনে কোন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

বাম নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি হল অথচ দেশে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন গঠনে আজও কোনো আইন প্রণয়ন করা হয়নি। সাংবিধানিক সব সংস্থারও কোনো আইনগত ভিত্তি দাঁড় করাতে পারেনি। সংখ্যানুপাতিক নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার না করে নির্বাচন কমিশন যত শক্তিশালীই হোক না কেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারা সব দলের ঐকমত্যের ভিত্তিতে আইন প্রণয়ন করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবি জানান। নেতারা অবিলম্বে ভোট ডাকাতির সংসদ বাতিল, অবৈধ সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন তদারকি সরকারের অধিনে নির্বাচন ও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার দাবি করেন।
একইসঙ্গে সব বাম প্রগতিশীল গণতান্ত্রিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলে ফ্যাসিবাদী আওয়ামী সরকার উচ্ছেদ করে গণদাবি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com