শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


সংশপ্তক’র বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৩:২৩ PM

শিশুদের কল কাকলী ও অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও সংশপ্তকের ৩১ বছর পূর্তি, গত রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান পৃষ্টপোষক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।

বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক অধ্যাপক মোস্তাফিজুল হক, বঙ্গবন্ধু স্যাটেলাইট এর পরিচালক বীরমুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ সেন্টারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা। বক্তব্য রাখেন শিশু সংগঠক ও সংশপ্তকের প্রতিষ্ঠাতা মুশতাক আহম্মদ লিটন, সংশপ্তকের সভাপতি মুসলিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সুজয় মন্ডল ও শিশু বক্তা কারার মৌমিতা প্রমুখ।

অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিদের সম্মাননার পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৩০জন শিশুদের পুরস্কার প্রদান করা হয়। শিশু শিল্পী ও জাতীয় পর্যায়ের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com