শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


দুর্ঘটনার পরই উধাও এনার চালক-হেলপার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৪:৩৫ PM

দিনের আলোয় এনা পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপর উঠে যায়। আজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে রাজধানীর খিলক্ষেতের বিমানবন্দর সড়কের হোটেল লা মেরিডিয়ানের সামনে। দুর্ঘটনার পর পরই পরিবহণটির চালক ও চালকের সহকারী (হেলপার) পালিয়ে যান।

আজ মঙ্গলবার দুপরে বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরি।

সাবরিনা রহমান মৌরি বলেন, ‘সড়ক দুর্ঘটনরার পর পরই আমি ঘটনাস্থলে যাই। গিয়ে বাসটির চালক ও চালকের সহকারী কাউকেই পাইনি। শুনেছি, ঘটনার পর পরই তারা বাসটি রেখে পালিয়ে গেছেন। আমি ঘটনাস্থলে গিয়ে ওই বাসের কোনো যাত্রীকেও পাইনি।’

‘বাসটিকে জব্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। বাসের চালক ও চালকের সহকারীকে পাওয়া না গেলেও আমরা তাদের খুঁজছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে’,-বলেন এসআই মৌরি।

সাবরিনা রহমান মৌরি বলেন, ‘বাসটি আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপরে উঠে গেলেও এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। তবে মাইক্রোবাসের চালক তাঁর হাতের আঙুল সামান্য আঘাত পেয়েছেন।’

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এনা পরিবহণের ওই বাসটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com