রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


নদীপথে চলাচলের দোয়া
ধর্ম ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ২:৩৩ PM

মানুষের জীবনে ভ্রমণ ও সফর গুরুত্বপূর্ণ। জীবনযাত্রায় তা ওতপ্রোতভাবে জড়িত। অবশ্য এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। সফর হয়ে থাকে নানা ধরনের। স্থলপথে কিংবা আকাশপথ বা নৌপথে। সে হিসেবে যানবাহন, বিমান-হেলিকপ্টার কিংবা নৌযানে আরোহন করতেই হয়।

অবস্থা, সময় ও অর্থ বিবেচনায় মানুষ বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে। কিছু কিছু যানবাহনে ভ্রমণ আদতে ঝুঁকিপূর্ণও হয়। আর সব সময়ের মতো সফরও নিরাপদ থাকা— গুরুত্বপূর্ণ। তাই রাসুল (সা.) ভ্রমণে সব ধরনের নিরাপত্তার জন্য কিছু দোয়া শিখিয়েছেন।

নৌযানে আরোহনের সময় যে দোয়া পড়বেন

ইমাম জাসসাস (রহ.) বলেন, আল্লাহ আমাদের নুহ (আ.)-এর ভাষ্যে নৌযানে আরোহণের সময় এই আয়াতটি পড়ার শিক্ষা দিয়েছেন। (আহকামুল কোরআন : ৭/৯৮)
নৌকা বা জাহাজ ইত্যাদিতে ভ্রমণের ক্ষেত্রে এই আয়াত-দোয়া পড়া জরুরি। আয়াতটি হলো (আরবি)— 

بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ

উচ্চারণ : বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসা-হা, ইন্না রাব্বি লা গাফুরুর রহিম।

অর্থ : তোমরা এতে আরোহন কর। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ন, মেহেরবান। (সুরা হুদ, আয়াত : ৪১)







প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com