রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ: সোমবার, ১১ জানুয়ারি, ২০২১, ১২:০০ AM

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়ায় রুবেল হাওলাদার নামে (৩২) এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গত শনিবার উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা ছয়ঘর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুবেল বলতলা গ্রামের মৃত আবদুল বারেক খানের ছেলে। এ ঘটনায় খাদিজা নামের এক নারীকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকেই খাদিজার স্বামী বাবুল হাওলাদার পলাতক রয়েছেন। পুলিশ খাদিজাকে জিজ্ঞাসাবাদ করছে। নিহত রুবেলের স্ত্রী রুবী আক্তার বলেন, একই এলাকার বাবুল হাওলাদার আমার স্বামী রুবেলকে ফোন দিয়ে তার বাড়িতে ডেকে নেয়। রাত ১০টার দিকে আমি লোক মারফত জানতে পারি রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপর আমি ও আমার আÍীয়স্বজনরা বাবুলের বাড়িতে গিয়ে তার ঘরের একটি কক্ষে আমার স্বামীর মরদেহ কম্বল দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পাই। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, নিহত রুবেলের মা লুৎফন্নার বেগম বাদী হয়ে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।







বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি
বাউফল প্রতিনিধি :
ঢাকা থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি এ্যাডভেঞ্চার-১১ দোতলা লঞ্চের ধাক্কায় বাউফলের কেশবপুর ইউনিয়নের বাদামতলী এলাকার তেঁতুলিয়া নদীতে মাছ ধরা একটি ট্রলার খ­বিখ­ হয়ে ডুবে গেছে। গত শনিবার রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। নৌকায় থাকা জেলেদের বাড়ি কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে। ওই জেলে নৌকায় থাকা জসিম উদ্দিন (২৫) জানায়, রাত পৌনে একটার দিকে এ্যাডভেঞ্চার লঞ্চটি চর ঘোরার সময় হঠাৎ তাদের ট্রলারের ওপর উঠিয়ে দেয়। এসময় ট্রলারে সে সহ রাসেল (২৭) এবং মনির হোসেন(৩৩) নামে আরো দুজন ছিল। লঞ্চের ধাক্কায় ট্রলারটি তিন-চার খণ্ড হয়ে ডুবে যায়। এ সময় আমি এবং রাসেল সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও মনিরের কোন সন্ধান পাওয়া যায়নি। তার গায়ে থাকা কম্বলটি পাওয়া গেছে। ঘটনার পর লঞ্চটি দ্রুত বেগে পায়রা বন্দরের দিকে চলে গেছে।












আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com