রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
তাওহীদ হোসেন মিঠু, কুমিল্লা ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:০৯ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এইবার বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা পরিচালনা করেছে। কোটবাড়ী এলাকায় ১০টি এবং কুমিল্লা শহরের ৭টি কেন্দ্রে মোট ১৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৭০.৪৩ শতাংশ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে কুবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, “স্বতন্ত্র ভর্তি পরীক্ষা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। পরবর্তীবারে এ পদ্ধতিতে পরীক্ষার পরিকল্পনা থাকলে ঢাকা ও চট্টগ্রামে কেন্দ্র করার চিন্তা রয়েছে। আমরা ছিনতাই প্রতিরোধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং এতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষার্থীরাও সহযোগিতা করেছে।”

তিনি আরও শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রক্টরিয়াল বডি, বিএনসিসি, রোভার স্কাউট, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “আমাদের পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করায় আমরা সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।” ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান জানান, “বি ইউনিটের পরীক্ষা আয়োজনের মাধ্যমে কুবির স্বতন্ত্র ভর্তি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। ভর্তিচ্ছুদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।” বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ ও সিগারেট আটক
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
ঝিনাইগাতীর ডাকাবরে একটি সেতুর অভাবে ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ
ইউটিউব দেখে চিয়া সীড চাষে সফল তরুণ উদ্যোক্তা শিমুল
জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বই পড়ার বিকল্প নেই
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভাঙাচোরা সড়কে সাধারণ মানুষের চরম দুর্ভোগ
নেপালে ‘বর্ষা সুন্দরী’র চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়াঙ্কা চৌধুরী
ফরিদপুরের সালথায় আওয়ামী সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ্য কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
সিনেমার গানে আগ্রহী মৌসুমী ইকবাল
কুলাউড়ায় সাংবাদিক সিপনের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com