প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:০২ PM
প্রযুক্তিতে আসক্ত হওয়ায় বই পড়ার আগ্রহ কমে গেছে তরুণ-তরুণীদের মধ্যে। এ থেকে আমাদের সকলকে বেরিয়ে আনতে আদর্শ পাঠাগা’র অগ্রনী ভূমিকা রাখছে। তাছাড়া নিজের ভবিষ্যৎ গড়তে বই পড়ার বিকল্প কিছু হতে পারে না। সেই সাথে জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে যেতে বই অনেক গ্রুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন।কুলাউড়া উপজেলায় ৩ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদর্শ পাঠাগার কুলাউড়ার ভূয়সী প্রসংশা করে আরো বলেন, তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে নতুন প্রজন্মকে বই পড়া ও সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে পাঠাগারের এই আয়োজন কার্যকর অবদান রাখবে- এ আমার দৃঢ় বিশ্বাস।
২৫ এপ্রিল, ‘আদর্শ পাঠাগার বইপড়া উৎসবর উদ্যোগে পৌরসভার মিলনায়তনে বই বিতরণ অনুষ্ঠানে ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. এমদাদুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে এবং আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মো. খালিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরমচাল উচ্চবিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বদরুজ্জামান সজল, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সিপার আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, প্রভাষক মোহাম্মদ কামরুজ্জামান, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপক মো. এনাম উদ্দিন, বিশিষ্ট লেখক ও কলামিস্ট এএফএম ফৌজি চৌধুরী, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুক্তাদির হোসেন, কবি ও প্রাবন্ধিক ভানু পুরকায়স্থ, সাংবাদিক ইউসুফ আহমদ ইমন, ভাটেরা গার্লস্ স্কুলের প্রধান শিক্ষক কাওসার আহমদ মুন্না ছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, পেশাজীবি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।