রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


ত্রিশালের উমর আলী উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে প্রধান শিক্ষকের ধূমপানের ছবি ঘুরছে ফেইসবুকে
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:০০ PM

বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক ধূমপান করছেন এমন কিছু ছবি গত কয়েকদিন যাবত ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যারা সমাজ ও ভবিষ্যত প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন তাঁর এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এমন বিতর্কিত কাজ করেছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিন। প্রধান শিক্ষক অফিস কক্ষে বসে প্রকাশ্যে ধূমপান করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকা জুড়ে সমালোচনার ঝড় বইছে। জানা যায়, কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিন প্রায় সময় শিক্ষা প্রতিষ্ঠানে বসেই যে কারো সামনে ধূমপান করতে থাকেন। এতে প্রতিনিয়তই বিব্রতকর অবস্থায় পড়েন শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও। কান্ড জ্ঞানহীন এমন ঘটনায় তার নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবক ও সচেতন মহল। বিদ্যালয়ের অফিস কক্ষে ধূমপান করার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক আফাজ উদ্দিন বলেন, ছবিগুলো ২০২১/২২ সালের দিকের। ওই সময়ে যার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সে উঠিয়ে ছিল। এখন আমার সাথে বিরোধ সৃষ্টি হওয়ায় ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। 
স্থানীয় রুবায়েত মিল্লাত বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘একজন প্রধান শিক্ষক যদি এমন কাজ করেন, তাহলে ওনার ছাত্র-ছাত্রীরা কি শিখবে ওনার কাছ থেকে, দ্রুত প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি’। স্থানীয় আইয়ুব আলী বলেন, ‘কাটাখালি উমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চরিত্র, বিদ্যালয়ের অফিস কক্ষে চলমান। এই বিদ্যালয়ের ছাত্ররা উনার কাছ থেকে কি শিক্ষা আশা করতে পারে? আপনাদের উপরেই ছেড়ে দিলাম’। মাহাবুল হাসান নাঈম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে অফিসের টেবিল যেন উনার ধোঁয়া ছড়ানোর মঞ্চ! নীতি-নৈতিকতার কথা বাদ দিন, উনার চরিত্রের গন্ধও আজ ধোঁয়ার সাথে মিলিয়ে গেছে। শিক্ষকের আসনে বসে উনি যেন অপমানের এক জীবন্ত দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন। এ রকম লজ্জার ছাপ নিয়ে কোন মুখে উনি শিক্ষক' পরিচয় দেন, ভাবতেই গা ঘিন ঘিন করে’।

ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিষয়টি ছবিতে দেখেছি। শিক্ষা প্রতিষ্ঠানে এমন কাজ গর্হিত অপরাধ। বিষয়টি অধিকতর জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রকাশ্যে ধূমপান করার কোন সুযোগ নেই। কেউ প্রকাশ্যে ধূমপান করলে তাকে আইন অনুযায়ী শাস্তির আওতায় আসতে হবে। দায়িত্বশীল জায়গায় থেকে একজন প্রধান শিক্ষক হচ্ছেন শিক্ষার্থী ও জনসাধারণের কাছে আইডল। কোন শিক্ষক বিদ্যালয়ে প্রকাশ্যে ধূমপান করলে তিনি অন্যায় করেছেন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ ও সিগারেট আটক
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
ঝিনাইগাতীর ডাকাবরে একটি সেতুর অভাবে ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ
ইউটিউব দেখে চিয়া সীড চাষে সফল তরুণ উদ্যোক্তা শিমুল
জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বই পড়ার বিকল্প নেই
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভাঙাচোরা সড়কে সাধারণ মানুষের চরম দুর্ভোগ
নেপালে ‘বর্ষা সুন্দরী’র চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়াঙ্কা চৌধুরী
সিনেমার গানে আগ্রহী মৌসুমী ইকবাল
ফরিদপুরের সালথায় আওয়ামী সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ্য কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
কুলাউড়ায় সাংবাদিক সিপনের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com