প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:৫৩ PM
"রুখে দিয়ে ড্রেজার, নিশ্চিত করি বাঁচার অধিকার" এই শ্লোগানকে সামনে রেখে তিন ফসলী কৃষি জমির ক্ষার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান। কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিন ফসলী কৃষি জমি থেকে অবৈধ ভেকু, ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে একই দিনে ৫টি স্থান থেকে ৪ টি অবৈধ ড্রেজার মেশিনসহ ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট ও অপসারণ করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের অভিযানে আক্তার হোসেন নামের এক ব্যাক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস কারাদন্ড প্রদান ও ২ টি ব্যাটারি জব্দ করা হয়।
দুপুরে উপজেলার পূর্বধইর পূর্ব ও পশ্চিম ইউনিয়নের কুরবানপুর, জানঘর, খোঁশঘর, হাটাশ, মালিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। এ অভিযানে বাঙ্গরা বাজার থানা পুলিশ উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, তিন ফসলী কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলনের দায়ে ভেকু ও ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড্রেজার মেশিন, পাইপ, ব্যাটারি অপসারণ জব্দসহ জেল ও জরিমানা করে এসেছি। উপজেলার কৃষি জমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান যোগদানের পর থেকে প্রায় ৭ মাসে ১৭০ টি ড্রেজার ও ১ লক্ষ ২০ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে। সট :সাকিব হাছান খাঁন. উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুরাদনগর, কুমিল্লা