রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, গোলামির নয়: নুর
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:০৪ PM

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ভারতের উদ্দেশে বলেছেন, বাংলাদেশ দখল করা এত সহজ না। চীন-পাকিস্তান সামলাইতেই জান শেষ। সুতরাং বাংলাদেশের সঙ্গে লাগতে আইসেন না। ত্রিমুখী (সংঘাত) যদি লাগে, টিকতে পারবেন না। ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হবে, গোলামির নয়।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শেরেবাংলা পার্কের মুক্তমঞ্চে এক জনসভায় নুর এসব কথা বলেন। 
নুরুল হক নুর বলেন, গণ-অভ্যুত্থান শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টের পতন ঘটায়নি, ছাত্র-জনতা ভারতের আধিপত্যবাদ উচ্ছেদ করেছে। আওয়ামী লীগ ছিল ভারতের দাস। তারা এখন পালিয়ে ভারতে অবস্থান করছে, নাম বদলে হিন্দু নাম নিয়েছে। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের আর ঠিকানা হবে না। তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না।

গণ-অভ্যুত্থানের পরও আওয়ামী লীগের মতো দখলবাজি-চাঁদাবাজি বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের রক্তচোষাদের উপস্থিতি এখনো আছে। তাদের বলতে চাই, ভোট কিন্তু এখনো আসেনি। মানুষ ভোটে এর জবাব দেবে। গণঅধিকার পরিষদ সুযোগ পেলে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত, বন্ধ চিনিকল চালু, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিসহ নানা উদ্যোগ নেবে বলে জানান নুর।

পঞ্চগড় শাখার সভাপতি মাহাফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় দলটির মূখপাত্র সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মামুনুর রশিদ মামুন, জাগপার পঞ্চগড় শখার সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লব, বাংলাদেশ জাসদের পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক সাজেদুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের পঞ্চগড় জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আগামী সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাহাফুজুর রহমানকে পরিচয় করিয়ে দেন। প্রথমবারের মত পঞ্চগড়ে ভিপি নুরের গণসমাবেশে জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীসহ হাজারও সাধারণ মানুষ অংশ নেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ ও সিগারেট আটক
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
ঝিনাইগাতীর ডাকাবরে একটি সেতুর অভাবে ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ
ইউটিউব দেখে চিয়া সীড চাষে সফল তরুণ উদ্যোক্তা শিমুল
জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বই পড়ার বিকল্প নেই
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভাঙাচোরা সড়কে সাধারণ মানুষের চরম দুর্ভোগ
নেপালে ‘বর্ষা সুন্দরী’র চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়াঙ্কা চৌধুরী
সিনেমার গানে আগ্রহী মৌসুমী ইকবাল
ফরিদপুরের সালথায় আওয়ামী সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ্য কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
কুলাউড়ায় সাংবাদিক সিপনের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com