রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


শেষ ওভারে নাটকীয় জয়ে ‘ফাইনালে’ মোহামেডান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:০২ PM

ডিপিএল নিয়ে কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটাঙ্গণে চলছিল নানা রকম আলোচনা। এরই মাঝে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেছিল মোহামেডান। এ ম্যাচে মোহামেডান হারলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত আবাহনীর। তবে শেষ ওভারে নাসুম আহমেদের বীরত্বে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

মোহামেডানের এই জয়ে সুপার লিগের শেষ রাউন্ডে আগামী মঙ্গলবার আবাহনী–মোহামেডান ম্যাচটা রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। আসন্ন এই ম্যাচে য দল জিতবে সে দলই জিতবে শিরোপা। গাজী গ্রুপের বিপক্ষে আজকের ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে মোহামেডানের প্রয়োজন ছিল ১২ রান। উইকেটে সাইফউদ্দিনের সঙ্গে ছিলেন নাসুম আহমেদ। শেষ ওভারে প্রথম ৪ বল থেকে মোহামেডানের এই দুই ব্যাটার নিতে পারেন ৫ রান। তবে পঞ্চম বলে বিশাল এক ছয়ে ব্যবধান কমান নাসুম। এরপর শেষ বলে ১ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন নাসুম।

মোহামেডানের বিপক্ষে আজকের ম্যাচে আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে অল আউট হওয়ার আগে ২৩৬ রান করতে পারে গাজী গ্রুপ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই এক ওপেনারকে হারালেও আরেক ওপেনার রনি তালুকদার ও তাওহিদ হৃদয়ের ৭৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় মোহামেডান। ৩৭ রান করে হৃদয় আউট হওয়ার পর মাহমুদউল্লাহ ৪৯ রান করে আউট হন। এরপর মোহামেডানকে জেতান সাইফউদ্দিন ও নাসুম জুটি। আবাহনীর বিপক্ষে অঘোষিত ফাইনালে মোহামেডান জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে মোহামেডান। আর ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে আবাহনী।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ ও সিগারেট আটক
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
ঝিনাইগাতীর ডাকাবরে একটি সেতুর অভাবে ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ
ইউটিউব দেখে চিয়া সীড চাষে সফল তরুণ উদ্যোক্তা শিমুল
জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বই পড়ার বিকল্প নেই
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভাঙাচোরা সড়কে সাধারণ মানুষের চরম দুর্ভোগ
নেপালে ‘বর্ষা সুন্দরী’র চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়াঙ্কা চৌধুরী
সিনেমার গানে আগ্রহী মৌসুমী ইকবাল
ফরিদপুরের সালথায় আওয়ামী সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ্য কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
কুলাউড়ায় সাংবাদিক সিপনের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com