প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৬:৫৭ PM
সঙ্গী পেতে সহায়ক ডেটিং অ্যাপগুলো হয়ে উঠছে প্রতারণার ফাঁদ। অন্যের ছবি ব্যবহার করে খোলা হচ্ছে অ্যাকাউন্ট। এসব ফেইক প্রোফাইলিংয়ের মাধ্যমে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা। এবার এর শিকার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।
সামাজিক মাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন ব্যাচেলর পয়েন্টের কাবিলা খ্যাত এ অভিনেতা। সতর্ক করে তিনি লিখেছেন, প্লিজ সাবধান। এইসব ফেইক প্রোফাইল দিয়ে কেউ প্রতারিত হবেন না। আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের ডেটিং অ্যাপ ব্যবহার করি না। কাবিলা মূলত এক নেটিজেনের পোস্ট শেয়ার দিয়ে কথাগুলো লিখেছেন। যে পোস্টে লেখা হয়েছে, আজকে খুবই সেন্সিটিভ একটা ব্যাপার নিয়ে কথা বলব!
এরপর লেখা হয়েছে, জিয়াউল হক পলাশ ভাইয়াকে আপনারা কম বেশি সবাই চেনেন। আপনারা যেই অনস্ক্রিন পলাশকে চেনেন, কাবিলা এবং আরও অনেক দুর্দান্ত চরিত্রের অভিনেতা হিসাবেই আপনাদের কাছে উনি পরিচিত। কিন্তু ভাইয়াকে যারা কাছ থেকে চেনেন, তারা হয়তো জানবেন যে অভিনেতা হওয়ার পাশাপাশি ভাইয়া একজন নিবেদিত স্বামী ও বাবা। এর কিছু অংশ আমার নিজের দেখার সুযোগ হয়, আর আমার কাছে ব্যাপারটা অনেক ইন্সপায়ারিং!
এতকিছু বলার কারণ ব্যাখ্যা করে ওই নেটিজেন লিখেছেন, সম্প্রতি জেনারেশনের জনপ্রিয় একটি ডেটিং সাইট বা অ্যাপ বাম্বল। ইদানিং সেলিব্রিটিদের ছবি দিয়ে ফেক আইডি খোলা একটা নরমাল ব্যাপার হয়ে দাড়িয়েছে। কিন্তু ভয়ংকর ব্যাপার হলো, এই বাম্বল-এ পলাশ ভাইয়ার প্রফাইলটা ভেরিফায়েড। এখানে কোনো প্রফাইল ভেরিফাই করতে হলে তাদের ফেস আইডি ম্যাচ করা লাগে। আমি আসলে জানি না যএই ফেক আইডির পেছনে যিনি আছেন, তিনি আসলে কিভাবে এটা সম্ভব করেছেন! কিন্তু পলাশ ভাইয়াকে এই বিষয় জানানোর পর উনি বলেন এটা তার ফেক আইডি এবং এই অ্যাপ তিনি কখনও ব্যাবহার করেন নাই।
এরপর লেখা হয়েছে, এরইমধ্যে আমার দুইজন ফ্রেন্ড এই প্রফাইলের সঙ্গে ম্যাচ করে এই ফেক মানুষটার সাথে কথা বলে, ভাগ্য ভালো তারা কোন ফাঁদে পা দেয়নি। তবে যারাই এই অ্যাপ ব্যবহার করছেন, আমি অনুরোধ করব একটু বুঝে শুনে ব্যবহার করতে। শুধুমাত্র ভেরিফায়েড প্রফাইল দেখেই কাউকে বিশ্বাস করবেন না, কারণ ক্লিয়ারলি এই সিস্টেমে ভুল আছে! আর যদি কথা হয়ই, আপনার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি তাদের সাথে শেয়ার করবেন না। এই অসৎ মানুষগুলারে আল্লাহ হেদায়েত দিক! এই পোস্ট শেয়ার করেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন পলাশ।
এবার ঈদে মুক্তি পেয়েছে পলাশ অভিনীত ‘খালিদ’। তানিম রহমান অংশু নির্মিত এ নাটকে আরও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।