প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৪:০৬ PM
চলতি বছরে ভারতের মাটিতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপ। সম্প্রতি এই আসরের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তানের মেয়েরা। তবে ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার পারদ ছড়াচ্ছে খেলার মাঠেও। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি ছিল ভারতের। নানা টালবাহানার পর ভারতের হস্তক্ষেপে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ায় হাইব্রিড মডেলেই।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, আগামী কয়েক বছর ভারত এবং পাকিস্তান একে অপরের মাটিতে খেলতে যাবে না। দুই দলের ম্যাচ হবে নিরপক্ষ ভেন্যুতে। তবে পাকিস্তান কখনও ভারতের মাটিতে খেলতে চান না। পাকিস্তানের ওপেনার গুল ফিরোজা স্পষ্ট করে জানিয়েছেন, ভারত সফরে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ‘আমরা এটা জানি ম্যাচগুলো এশিয়ার কোনও দেশেই খেলব। এটা পরিষ্কার যে আমরা ভারতে খেলব না। ভারতে খেলার কোনও ইচ্ছাও নেই।’
২০১২ সালের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। শুধু আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্টেই মুখোমুখি হয় দুই দেশ। সম্প্রতি পহেলগামেও জঙ্গি হানার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। তার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভাবছে, আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হোক, ভবিষ্যতে যেন কোনও বিশ্বকাপেই ভারত-পাকিস্তানকে একই গ্রুপে না রাখা হয়। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘কেন্দ্রের পরামর্শ মেনে কাজ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন পরিস্থিতি কী, সেটা আইসিসি ভাল করেই জানে।’ বর্তমানে দুই দেশের মধ্যে যে পরিস্থিতি আদৌ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, সেটা এখন অনেকটাই অনিশ্চিত।