শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


‘আমরা ভারতে খেলব না এটা পরিষ্কার’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৪:০৬ PM

চলতি বছরে ভারতের মাটিতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপ। সম্প্রতি এই আসরের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তানের মেয়েরা। তবে ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার পারদ ছড়াচ্ছে খেলার মাঠেও। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি ছিল ভারতের। নানা টালবাহানার পর ভারতের হস্তক্ষেপে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ায় হাইব্রিড মডেলেই। 

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, আগামী কয়েক বছর ভারত এবং পাকিস্তান একে অপরের মাটিতে খেলতে যাবে না। দুই দলের ম্যাচ হবে নিরপক্ষ ভেন্যুতে। তবে পাকিস্তান কখনও ভারতের মাটিতে খেলতে চান না। পাকিস্তানের ওপেনার গুল ফিরোজা স্পষ্ট করে জানিয়েছেন, ভারত সফরে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ‘আমরা এটা জানি ম্যাচগুলো এশিয়ার কোনও দেশেই খেলব। এটা পরিষ্কার যে আমরা ভারতে খেলব না। ভারতে খেলার কোনও ইচ্ছাও নেই।’

২০১২ সালের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। শুধু আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্টেই মুখোমুখি হয় দুই দেশ। সম্প্রতি পহেলগামেও জঙ্গি হানার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। তার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভাবছে, আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হোক, ভবিষ্যতে যেন কোনও বিশ্বকাপেই ভারত-পাকিস্তানকে একই গ্রুপে না রাখা হয়। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘কেন্দ্রের পরামর্শ মেনে কাজ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন পরিস্থিতি কী, সেটা আইসিসি ভাল করেই জানে।’ বর্তমানে দুই দেশের মধ্যে যে পরিস্থিতি আদৌ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, সেটা এখন অনেকটাই অনিশ্চিত।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ ও সিগারেট আটক
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
ঝিনাইগাতীর ডাকাবরে একটি সেতুর অভাবে ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ
ইউটিউব দেখে চিয়া সীড চাষে সফল তরুণ উদ্যোক্তা শিমুল
জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বই পড়ার বিকল্প নেই
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভাঙাচোরা সড়কে সাধারণ মানুষের চরম দুর্ভোগ
নেপালে ‘বর্ষা সুন্দরী’র চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়াঙ্কা চৌধুরী
ফরিদপুরের সালথায় আওয়ামী সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ্য কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
কুলাউড়ায় সাংবাদিক সিপনের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত
দুইটি কিডনিই নষ্ট ঝিনাইদহের আক্তারুলের, প্রতিস্থাপনে সাহায্য প্রয়োজন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com