প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৪:০৩ PM
কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় শোকস্তব্ধ ভারত। দেশটির সব শ্রেণি-পেশার মানুষের মতো প্রতিবাদ জানিয়েছেন শোবিজ তারকারাও।কেউ কেউ হামলাকারীদের শাস্তির দাবিও করেছেন। এবার পহেলগাম নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল।ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে হামলায় শোকাহত শ্রেয়া নিজের গানের অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছেন। শনিবার ( ২৬ এপ্রিল) গানের আসর বসার কথা ছিল গায়িকার। কিন্তু সামাজিক মাধ্যমে তিনি জানান, আজ গান শোনার দিন না। শুধু অনুষ্ঠান-ই বাতিল করেননি, টিকিটের মূল্য যাতে দর্শক-শ্রোতারা ফেরত পান তার ব্যবস্থাও করেছেন।
এর আগে একই কারণে গানের অনুষ্ঠান বাতিল করেন অরিজিৎ সিং। ২৭ এপ্রিল চেন্নাইয়ে তার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তিনি সেটি বাতিল করেছেন। একই সঙ্গে টিকিটের অর্থমূল্য ফেরত দেওয়ার কথাও ঘোষণা করেন। প্রসঙ্গত, গেল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক, গুরুতর আহত হন আরও ২০। এরপরই প্রতিবাদে সোচ্চার হন তারকারা।