কুলাউড়ায় সাংবাদিক সিপনের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৭:৫৫ PM
জেলার সাংবাদিক অঙ্গনের প্রিয় মুখ সাংবাদিক সাইদুল হাসান সিপনের দ্রুত আরোগ্য লাভের জন্য কুলাউড়া শহরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে কুলাউড়া প্রেসক্লাব ও কুলাউড়া সাংবাদিক সমিতির উদ্যোগে শহরের উত্তর বাজার ও দক্ষিণ বাজার জামে মসজিদে পৃথকভাবে শুক্রবার (২৫এপ্রিল) বাদ জুম্মায় এক দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও কাছিম নগর জামে মসজিদ ও বরমচাল ফুলের তল বাজার জামে মসজিদ এবং বরমচাল স্টেশন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। প্রায় দেড় দশক ধরে সাইদুল হাসান সিপন সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের সেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি মৌলভীবাজার জেলার একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মী। বর্তমানে তিনি পায়ের সমস্যাজনিত কারণে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক সাইদুল হাসান সিপন বর্তমানে দৈনিক সময়ের আলো ও দৈনিক উত্তরপূর্ব (সিলেট)-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং কুলাউড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও। তাঁর দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত এই বিশেষ দোয়ায় স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুধীজন ও মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়ার সময় সকলে তাঁর আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।