শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


দুইটি কিডনিই নষ্ট ঝিনাইদহের আক্তারুলের, প্রতিস্থাপনে সাহায্য প্রয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১:২১ PM

দুইটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঝিনাইদহ সদর উপজেলার ফুরসুন্ধি ইউনিয়নের মিয়াকুন্ডু গ্রামের আহমেদ মোল্যার ছেলে আক্তারুল ইসলামের (২৩)। কিডনি নষ্ট হয়ে যাওয়ায় সপ্তাহে ২ দিন ডায়ালাইসিস করাতে হচ্ছে। ডায়ালাইসিস না করা গেলে অসুস্থতা বেড়ে গিয়ে হাত-পা ফুলে হাঁটা-চলা বন্ধ হয়ে যায়। গত ৪ বছর ধরে ডায়ালাইসিস করাতে গিয়ে তার বাবার সব জমি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন। পরিবারে উপার্জন অক্ষম বৃদ্ধ পিতা ও দিনমজুর ভাইয়ের সংসারে এখন আর মিলছে না অর্থ। এখন মানুষের সহায়তায় চিকিৎসা করাতে হয়। বর্তমানে খুব দুর্দশার মধ্যে দিন পার করছেন আক্তারুল। তার ৪ বছরের ছোট্ট একটা ফুটফুটে মেয়ে রয়েছে। আক্তারুলের স্ত্রী তার একটি কিডনি স্বামীকে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যুর প্রহর গুনছেন। ফলে চিকিৎসাহীনতায় সাহায্যের আকুতি জানিয়েছেন আক্তারুল ও তার পরিবার।

শিক্ষাজীবনে প্রথমে আক্তারুল নারিকেলবাড়িয়া জেড এ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি ও নারিকেলবাড়িয়া আমেনা খাতুন কলেজ থেকে ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় এ প্লাস ফলাফল পেয়ে উত্তীর্ণ হন। পরে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স শেষ করেন। আক্তারুল ইসলাম জানান, পৈতৃক সম্পত্তি বিক্রির পর ঋণ করে চিকিৎসা চালাচ্ছেন। তার স্ত্রী নিজের একটি কিডনি দান করতে চেয়েছেন। চিকিৎসক বলেছেন, কিডনি ভালোভাবে ‘ম্যাচ’ করলে ট্রান্সপ্লান্টের (প্রতিস্থাপন) মাধ্যমে আবারো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

তিনি আরো জানান, গত ৫ মাস ধরে স্ত্রীর সাথে কিডনি ‘ম্যাচ’ সংক্রান্ত বিভিন্ন টেস্ট সম্পন্ন করেছেন ও আইনগত প্রস্তুতিও নেয়া হয়েছে। তবে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয়ের সামর্থ্য না থাকায় সবকিছু অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সমাজের মানবিক বোধ সম্পন্ন বিত্তশালী ও সহানুভূতিশীল মানুষেরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে না দাঁড়ালে কোনো কিছুই সম্ভব হবে না। আক্তারুল বলেন, প্রয়োজনীয় অর্থ জোগাড় হলে আমার অপারেশন করবেন শ্যামলী সিকেডি হাসপাতালের চিকিৎসক ডা. কামরুল ইসলাম। বাংলাদেশে সবচেয়ে বেশি কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন তিনি। সমাজের সবাই মিলে আর্থিকভাবে সহযোগিতা করলে নতুন করে জীবন ফিরে পাবো আমি। 

এ অবস্থায় আক্তারুল ইসলাম সমাজের হৃদয়বানদের সহযোগীতা কামনা করে বলেন, সকলেই যে যার অবস্থান থেকে অতি সামান্য, ১০০,৫০০,১০০০, যা পারেন সাহায্য পাঠানোর অনুরোধ করছি। আপনারদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে আমার বড় অপারেশন হবে এবং সারা জীবন আমি আমার পরিবার ও আমার ছোট্ট  বাচ্চা টা আপনাদের জন্য দোয়া করবো। আমার চিকিৎসার জন্য আপনাদের কাছে জোর অনুরোধ করছি, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। একটু সহযোগীতা করলে সবার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।

সাহায্য পাঠানোর মাধ্যম-মো: আক্তারুল ইসলাম (নিজে), বিকাশ,নগদ,রকেট (০১৯৮০৫৮৭৩২৬-পার্সোনাল), ব্যাংক একাউন্ট, ইসলামি ব্যাংক লিমিটেড বাংলাদেশ, অ/প-২০৫০১৭৫০২০৪১০৯২১৭.







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সুইপার শুন্য থাকায় কুড়িগ্রামের আড়াই শ' শয্যার জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী
পাহাড় খেকোদের তান্ডব নিলায় ধ্বংসের দ্বারপ্রান্তে আজ শেরপুরের গারো পাহাড়
কবি নজরুল বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শেরপুরে নিখোঁজের দু'দিন পর এক নারীর মরদেহ উদ্ধার
কুলাউড়ায় সাংবাদিক সিপনের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মঞ্চে তাড়ুয়ার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
ভাঙাচোরা সড়কে সাধারণ মানুষের চরম দুর্ভোগ
ইসরাইলি পণ্য বয়কট তালিকায় ভুল প্রচারে ক্ষতিগ্রস্ত দেশীয় শিল্প, ঝিনাইগাতীতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরের সালথায় আওয়ামী সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ্য কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
কুলাউড়ায় ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে বর্জ্য সংগ্রহে ব্যাপক সাড়া
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com