প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৮:১৯ PM
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্থ বিএনপি নেতা কর্মীদের মাঝে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।
আজ বৃহ্স্পতিবার ২৪ই এপ্রিল বিকাল ৪ ঘটিকায় মিয়া বাড়ীর আঙ্গিনায় এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর পক্ষ থেকে ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমানের দেওয়া নগদ আর্থিক সহায়তা মুরুটিয়া মিয়া বাড়ীর আঙিনায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে তুলে দেন নগরকান্দা ও সালথা উপজেলার বিএনপির নেতৃবৃন্দ। সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় আর্থিক সহয়তা বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, সালথা উপজেলা বিএনপির সহ সভাপতি শাহীন মাতুব্বর, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা রেজাউল হক সিরাজ মোল্লা, মশিউর রহমান, হুমায়ুন কবির, নগরকান্দা পৌর ওলামা দল নেতার মজিবর রহমান, মাওলানা শহিদুল ইসলাম বল্লভদী ইউনিয়ন বিএনপি নেতা রিপন কায়সার প্রমুখ।
উল্লেখ্য যে বিএনপির ইফতার মাহফিলে অংশ গ্রহন করায় ক্ষুব্ধ হয়ে গত ৩ রা এপ্রিল মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার মাতুব্বরের সমর্থকরা স্থানীয় বিএনপি নেতা মিন্টু মিয়ার বাড়ি সহ বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এবং দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে বিএনপি নেতা মিন্টু সহ বেশ কয়েকজন বিএনপি নেতা কর্মীর ব্যাপক ক্ষতি হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ খবর পেয়ে ঐ দিনই ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর পরিদর্শন করেন।