প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৮:১৬ PM
শেরপুরে ১০ দিনব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শেরপুরের জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম এ প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এডিসি (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর অস্থায়ী সোনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মিলন মেহেদী, এডিসি শাকিল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ। জেলা ক্রীড়া সংস্থার স্টাফ মোঃ জিন্নাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ফরিদ আহমেদ লুল ও সাংবাদিক রফিক মজিদ, জেলা রেফারী অ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি ক্রীড়াবিদ আব্দুল মান্নান, কোষাধাক্ষ মামুন মিয়া, প্রশিক্ষক, এসএম হিমন, এস এম রাজন প্রমুখসহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার বিনি স্তরের কর্মকর্তা-কর্মচারী, রেফারি, প্রশিক্ষক ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলার ৫ উপজেলা থেকে প্রায় শতাধিক অনূর্ধ্ব-১৫ বছর বয়সের ফুটবল খেলোয়াড় অংশ নেয়।
প্রশিক্ষনের আগে ৪০ জন খেলোয়াড়কে বাছাই করে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। এ প্রশিক্ষণ ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। শেরপুর জেলা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র এর আয়োজনে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।