প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৭:৩৫ PM
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। তিনি দুটি আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ২৫ এপ্রিল তিনি তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশ নেবেন। ঐতিহাসিক দোলমাবাছ প্রাসাদে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের বিচার বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এই সিম্পোজিয়ামটি তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে। বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয় গত ৬ মার্চ। আমন্ত্রণটি পাঠান তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট।
তুরস্ক সফর শেষে, ২৮ এপ্রিল তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক ইউনিভার্সিটি আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি প্যানেল বক্তা হিসেবে বক্তৃতা দেবেন। ওই দিন সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে আয়োজিত একটি ওয়ার্কশপে অংশগ্রহণ করবেন। সেখানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে জানা গেছে। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।