শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


তুরস্ক ও আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৭:৩৫ PM

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। তিনি দুটি আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ২৫ এপ্রিল তিনি তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশ নেবেন। ঐতিহাসিক দোলমাবাছ প্রাসাদে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের বিচার বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এই সিম্পোজিয়ামটি তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে। বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয় গত ৬ মার্চ। আমন্ত্রণটি পাঠান তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট।

তুরস্ক সফর শেষে, ২৮ এপ্রিল তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক ইউনিভার্সিটি আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি প্যানেল বক্তা হিসেবে বক্তৃতা দেবেন। ওই দিন সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে আয়োজিত একটি ওয়ার্কশপে অংশগ্রহণ করবেন। সেখানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে জানা গেছে। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

লুট করা টাকায় নাশকতার পরিকল্পনা করছে আ.লীগ: রিজভী
‘আমরা ভারতে খেলব না এটা পরিষ্কার’
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন ড. ইউনূস
এবার কাশ্মীরের ঘটনায় বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল
নিপীড়নের মুখে যাতে কেউ না পড়ে এমন বাংলাদেশ গড়তে চাই: আলী রীয়াজ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মঞ্চে তাড়ুয়ার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
ভাঙাচোরা সড়কে সাধারণ মানুষের চরম দুর্ভোগ
ফরিদপুরের সালথায় আওয়ামী সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ্য কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
নেপালে ‘বর্ষা সুন্দরী’র চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়াঙ্কা চৌধুরী
ইসরাইলি পণ্য বয়কট তালিকায় ভুল প্রচারে ক্ষতিগ্রস্ত দেশীয় শিল্প, ঝিনাইগাতীতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com