প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৩:১০ PM
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের সঙ্গে সেনাবাহিনীর তুমুল লড়াই চলছে। এতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির উধমপুর জেলায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি
একদিন আগেই জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন এবং এর জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাসদস্যের প্রাণহানির এই ঘটনা ঘটল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিচ্ছিন্নতাবাদীর উপস্থিতি সন্দেহ সেনাবাহিনী ও পুলিশ ওই এলাকায় যৌথভাবে অভিযান চালাচ্ছে। অভিযানের সময় দুদু-বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সেখানে অভিযান চলছে এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে জম্মু-কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছে ভারত। যার মধ্যে রয়েছে- সিন্ধু পানিচুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত; আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ; পাকিস্তানি নাগরিকদের ১ মে’র মধ্যে ভারতে থাকার অনুমতি বাতিল; দক্ষিণ এশিয়ার সার্ক ভিসা ছাড়ের আওতায় পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ; দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের বহিষ্কার এবং পাকিস্তানের কূটনৈতিক কর্মীদের সংখ্যা ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনা। একইসঙ্গে ভারত নিজ দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের ইসলামাবাদ থেকে প্রত্যাহার করেছে।