শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


সম্পর্ক ভেঙে গেছে মাহির!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৩:০৯ PM

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই সামিরা খান মাহির। এক লহমায় দর্শক বন্দী হয়ে যায় তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। শোবিজে এই অভিনেত্রীর যাত্রা শুরু হয়েছিল বিজ্ঞাপনের মাধ্যমে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর বর্তমানে সময় মোটেও ভালো যাচ্ছেনা। 
সম্প্রতি অভিনেত্রীর ৪ বছরের সম্পর্কে ভেঙে গেছে। প্রেমিকের নাম সাদাত শাফি নাবিল। বিষয়টি সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন, গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে! ট্রোল হওয়া থেকে শুরু করে- আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া- সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। তবে এটা অনেক হয়েছে। মাহি যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের প্রতি দুঃখও প্রকাশ করেছেন। অভিনেত্রীর ভাষ্য, 'আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।' অন্য একটি ছবিতে দেখা গেছে চোখে জল। ওই পোস্টে নিজের প্রতি আত্মবিশ্বাসের কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলবো চোখের জলও শেয়ার করা যায়।’

অভিনেত্রী যোগ করেন, ‘জীবন সবসময় পরিশ্রুত এবং নিখুঁত হয় না- এবং আজকে আমার কাছে এটাই সত্য।’ 
সবশেষ প্রেমের ফিরিস্তি শেয়ার করে লিখেছেন ‘এক বছরের বন্ধুত্ব তারপর প্রেমের সম্পর্কে গিয়েছেন বলে জানিয়েছিলেন মাহি। পরিচয়ের পর নিয়মিত কথা হতো তাদের। কথা বলা থেকে ভালো লাগা শুরু। এরপর প্রেম।’

বছর দুয়েক আগে প্রকাশ্যে এনেছিলেন প্রেমিকের কথা। সেই সময় অভিনেত্রী জানান, ‘আমার অসুস্থতার সময় ছায়ার মতো পাশে থেকে সেবা করেছেন। আমরা তিন ভাইবোন। মা–বাবা দুজন সিলেটে থাকেন। আমরা তিন ভাইবোন আগে ঢাকায় থাকতাম। ওরা দুজন পড়াশোনা করতে ইউকে আর ইউএসএতে চলে গেছে। এই সময়টায় শাফি আমার পাশে থেকেছে। অসুস্থ হয়ে হাসপাতালে থাকার সময়টায়ও আমার টেককেয়ার করেছে।’ এবার সামনে আনলেন নিজের ভেঙে যাওয়া সম্পর্কের কথা। অবশ্য শুধু এ এই প্রণয় বিচ্ছেদের কথাই নয়, এই অভিনেত্রী এখন শনির দশায় রয়েছেন- সেসব কথাও জানালেন। জানালেন একের পর এক খারাপ সময় খারাপ সময় পার করে এখন ক্লান্ত।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সুইপার শুন্য থাকায় কুড়িগ্রামের আড়াই শ' শয্যার জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী
পাহাড় খেকোদের তান্ডব নিলায় ধ্বংসের দ্বারপ্রান্তে আজ শেরপুরের গারো পাহাড়
কবি নজরুল বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শেরপুরে নিখোঁজের দু'দিন পর এক নারীর মরদেহ উদ্ধার
কুলাউড়ায় সাংবাদিক সিপনের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মঞ্চে তাড়ুয়ার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
ভাঙাচোরা সড়কে সাধারণ মানুষের চরম দুর্ভোগ
ইসরাইলি পণ্য বয়কট তালিকায় ভুল প্রচারে ক্ষতিগ্রস্ত দেশীয় শিল্প, ঝিনাইগাতীতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরের সালথায় আওয়ামী সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ্য কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
কুলাউড়ায় ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে বর্জ্য সংগ্রহে ব্যাপক সাড়া
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com