শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


ক্ষমতায় গেলে নারী আসন ১০০ করবে বিএনপি: তারেক রহমান
রংপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৮:০২ PM

আগামী দিনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় যেতে পারলে সংসদে সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের সামগ্রিক কল্যাণে নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।

বুধবার (২৩ এপ্রিল) রংপুর শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালার সমাপনীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা চলছে। এ বিষয়ে আট মাস আগেই নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছিলাম। একটা অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমানের দিকে যাচ্ছে, সাথে আরও কিছু প্রতিপক্ষ তাদের সাথে যোগ দিচ্ছে। দেশের স্বার্থে, আমরা যদি মানুষের সমর্থন নিতে পারি, আমরা যত বেশি ঐক্যবদ্ধ হতে পারবো, তত বেশি রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবো। এতে সেই দৃশ্য ও অদৃশ্য শক্তিকে মোকাবেলা করা সহজ হবে বিএনপির পক্ষে।
তারেক রহমান বলেন, গত ১৭ বছরে বিএনপির এমন কোনো নেতাকর্মী নাই, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়নি, জুলুম হয়নি। কিন্তু সেই স্বৈরাচারের জুলুমের প্রতিশোধ জুলুম করে নয়, বিএনপি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে প্রতিশোধ নিতে চায়। যার ফলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। কেননা বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে মানুষের উন্নয়নে ও দেশের উন্নয়নে কাজ করবে। এতে কোনো সন্দেহ নেই। বিএনপির সেই সক্ষমতা রয়েছে। তাই বিএনপি মনে করে অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি ১৭ বছর ধরে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। এখনো সেই আন্দোলন চলছে, এই আন্দোলনের স্পিরিটে ছিলেন তৃণমূলের কর্মীরা। এই কর্মশালায় যেসব আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো দলমত নির্বিশেষে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। তাহলে মানুষ জানতে পারবে আমরা তাদের নিয়ে, দেশ নিয়ে এবং দেশের উন্নয়ন নিয়ে কী ভাবছি। কিংবা আমরা সরকার পরিচালনায় গেলে আমরা কী কী করবো। তারেক জিয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা দোড়গোড়ায় পৌঁছানোই হবে লক্ষ। নারীদের ফ্রি শিক্ষাব্যবস্থা চালু করে অনুকরণীয় হয়েছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপির আমলে নারীদের আসন বৃদ্ধি করা হয়েছিল। সেই ধারায় নারীদের আসন ৫০ থেকে ১০০ আসন করা হবে। তিস্তা বিষয়ে তারেক রহমান বলেন, উত্তরের তিন কোটি মানুষ তিস্তার সাথে জড়িত। বিগত সময়ে এটিকে নিয়ে রাজনীতি হয়েছে। যার ফলে মানুষের ভাগ্যের উন্নয়নের পরিবর্তন হয়নি। এবার আমরা তিস্তা পাড়ের মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনীতি করতে চাই না। দেশ পরিচালনার সুযোগ পেলে যেভাবে উন্যয়ন ও পরিকল্পনা গ্রহণ করলে মানুষের উপকার হবে, সেটাই করা হবে।

এসময় তিনি দেশের গণ্ডি পেরিয়ে কর্মক্ষেত্রের সুবিধার্থে বাংলা ইংরেজির পাশাপাশি অন্যান্য শিক্ষা শিখতে জোর তাগিদ দেন। কর্মশালায় বক্তব্য দেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ। দিনব্যাপী এ কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় ও বিভাগীয় নেতারা অংশ নেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সুইপার শুন্য থাকায় কুড়িগ্রামের আড়াই শ' শয্যার জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী
পাহাড় খেকোদের তান্ডব নিলায় ধ্বংসের দ্বারপ্রান্তে আজ শেরপুরের গারো পাহাড়
কবি নজরুল বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শেরপুরে নিখোঁজের দু'দিন পর এক নারীর মরদেহ উদ্ধার
কুলাউড়ায় সাংবাদিক সিপনের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মঞ্চে তাড়ুয়ার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
ভাঙাচোরা সড়কে সাধারণ মানুষের চরম দুর্ভোগ
ফরিদপুরের সালথায় আওয়ামী সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ্য কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
ইসরাইলি পণ্য বয়কট তালিকায় ভুল প্রচারে ক্ষতিগ্রস্ত দেশীয় শিল্প, ঝিনাইগাতীতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
কুলাউড়ায় ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে বর্জ্য সংগ্রহে ব্যাপক সাড়া
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com