শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


মঞ্চে তাড়ুয়ার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৭:৪২ PM

ঢাকার মঞ্চে বুধবার (২৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে নাট্যদল ‘তাড়ুয়া’র চতুর্থ প্রযোজনা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। তিন দিনে নাটকটির মোট প্রদর্শনী হবে চারটি। জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রথমদিন (বুধবার) সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। একই মিলনায়তনে ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টা এবং শু২৫ এপ্রিল বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির আরও দু’টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন। নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।
নির্দেশক বকুল বলেন, ‘যুদ্ধবিমুখ-শান্তিকামী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আবশ্যকতায় এই নাটক বহুল চর্চিত হওয়া প্রয়োজন। পৃথিবীতে ঘটে যাওয়া দুটি বিশ্বযুদ্ধের নির্মম ক্ষতচিহ্ন থাকার পরও পৃথিবীকে যুদ্ধাহত করা হচ্ছে বারবার। ভয়াবহ পারমাণবিক মারণাস্ত্রের চর্চা এবং যুদ্ধমুখী বিশ্বরাজনীতির গতিপথ এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, যা পৃথিবীকে নিশ্চিহ্নের অশনিসংকেত। এমন বাস্তবতায় ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ মরণঘাতী যুদ্ধের নৃশংসতাকে উন্মুক্ত করার এক নাট্যপ্রয়াস।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধটা আসলে কাদের স্বার্থে? তারা কি সংখ্যাগরিষ্ঠ? নাকি আত্মাহুতি দেওয়া ক্ষতিগ্রস্ত এবং শান্তিকামী মানুষ সংখ্যায় বেশি? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে জাতিবাদ-মতবাদ এবং পরিচয়বাদের নামে চতুর্দিকে যে যুদ্ধের ডামাডোল তা আমাদের শুধু পশ্চাৎপদই করে না, আত্মহননের প্রক্রিয়াকে সুদৃঢ় করে। মানবজাতির দায় রয়েছে সংখ্যালঘু যুদ্ধবাজদের কবল থেকে পৃথিবীকে মুক্ত করার। ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাটকটি নির্দেশনা দেবার চেষ্টা সেই দায় মোচনেরই ক্ষুদ্র প্রতিফলন।’

নাটকের গল্প এমন, দেশের জন্য শিক্ষার্থীদের জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন শিক্ষক কান্টারেক। জন্মভূমির জন্য জীবন দেওয়ার চেয়ে মহত্তম কিছু নেই- এই চেতনায় উজ্জীবিত হয় শিক্ষার্থীরা। কিন্তু পল বাউমার ভালোবাসে প্রজাপতি, হতে চায় লেখক। কেমোরিখ হতে চায় ফরেস্ট অফিসার। বেন, মুলার ও আলবার্টেরও রয়েছে নিজেকে নিয়ে ভিন্ন ভিন্ন ভবিষ্যৎ স্বপ্ন। প্রতিকূল এই যুদ্ধপরিস্থিতিতে সব স্বপ্ন বিসর্জন দেওয়া পাঁচ বন্ধুর শরীরে ও চিন্তায় ঘোরে যুদ্ধের রোমান্টিসিজম। প্রশিক্ষণ শেষে কণ্ঠে দেশাত্মবোধক গান নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয় সবাই। কল্পনায় ভাবা যুদ্ধ বাস্তবে মেলে না। নৃশংস আর হিংস্রতায় ব্যক্তি এখানে মৃত্যুর জন্য তৈরি হওয়া শুধুই এক টুকরো মাংসপিণ্ড। একসময় সৈনিকদের মধ্যে প্রশ্ন ওঠে, যুদ্ধটা আসলে কেন বাঁধে, কারা বাঁধিয়ে রাখে। প্রতিপক্ষ দেশের কেউ তো তাদের ক্ষতি করেনি, তাহলে দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়া এই যুদ্ধ আসলে কাদের স্বার্থে। ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কুমার উদয়, তামিম আহমেদ, রিপন ঘোষ, জুবায়ের মাহমুদ, জীবন, অর্ণব, তারেক, সানি, সাক্ষ্য, কাইয়ুম, অভিজিৎ, ফরহাদ, অর্পিতা, মুন্নিসহ আরও অনেকে। বলা প্রয়োজন, ২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করেছিল নাট্যদল ‘তাড়ুয়া’।







 সর্বশেষ সংবাদ

দুইটি কিডনিই নষ্ট ঝিনাইদহের আক্তারুলের, প্রতিস্থাপনে সাহায্য প্রয়োজন
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে দোহা থেকে রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
মিরপুরে সংবাদ সম্মেলন করবেন তামিম, কি বলবেন?
চূড়ান্তভাবে সাত কলেজের অধিভুক্তি বাতিল করল ঢাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মঞ্চে তাড়ুয়ার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
নাটোরে বিহারী নাসিম গ্রুপের ৭ সদস্য সেনা হেফাজতে
সোনারগাঁয়ে পারিবারিক কলহে বিষপান করে তরুণ চিকিৎসকের আত্মহত্যা
শাসনগাছায় আ’লীগের ঝটিকা মিছিল, ৮ জন গ্রেফতার
ভাঙাচোরা সড়কে সাধারণ মানুষের চরম দুর্ভোগ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com