প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৭:৩৪ PM
কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় রবিবার মধ্যরাত দেড়টায় আওয়ামীলীগের পক্ষে ঝটিকা মিছিলে অংশ নেয়ার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ।
ঝটিকা মিছিলের পরে নগরীর বিভিন্ন এলাকায় রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদরের চানপুর (ইউনুস মেম্বারের বাড়ি) এলাকার মৃত. আলী আশরাফের ছেলে মোঃ আরিফ (৩০) , নগরীর মোগলটুলি এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান প্রকাশ আদি (৪২) , কালিরবাজার ইউনিয়নের রাইচৌ এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ কবির হোসেন (৩৮) , নগরীর ২ নং ওয়ার্ডের ছোটরা এলাকার মৃত. আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে একেএম মনিরুজ্জামান ভূইয়া প্রকাশ কিশোর, বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের বাসিন্দা বর্তমানে সদরের ধর্মপুর এলাকার মিরাজের ভাড়াটিয়া মিজানুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, বুড়িচং উপজেলার বানতি গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন, দেবিদ্বার উপজেলার চাপা নগরের বলাই সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা ও সদরের আমড়াতলি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোস্তফা।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আরো জানান, ঝটিকা মিছিলের পরপরই তারা চারদিকে পালিয়ে যায়। সাথে সাথে খবর পেয়ে আমরা নগরীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করি। এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন এলাকায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া ৮ জনের মধ্যে ৩ জনের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।