প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৬:৫৭ PM
ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি বাবা হতে যাচ্ছেন। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন। আজ ২২ এপ্রিল তার বিবাহবার্ষিকী। সুখবরটি জানতে বিশেষ দিনটি বেছে নিয়েছেন অমি।
সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন অমি। সেখানে তার স্ত্রীর বেবিবাম্প দেখা গেছে। সঙ্গে লিখেছেন, ‘৯ বছর একসাথে’!
সংবাদমাধ্যমকে অমি বলেন, ‘আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটিয়ে দিলাম। আমাদের বেবি হবে। এখনও আমি আসলে জানি না যে ছেলে হবে, নাকি মেয়ে। ইনফ্যাক্ট, এটা জিজ্ঞেসও করিনি। যেটাই হবে, আমি চাই, আমার সুস্থ সন্তান হোক এবং আমার ওয়াইফ সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাই।’
প্রথমবার বাবা হতে যাচ্ছেন অমি। ফলে অনুভূতিটা আনকোরা। তার কথায়, ‘এখনও ঠিকঠাক বুঝতে পারছি না। সন্তান হওয়ার পর বুঝতে পারব আসলে ফিলিংসটা কেমন। এখন একটু অন্য রকম লাগছে, কারণ ওয়াইফকে তো কখনও এভাবে দেখিনি। আমার মনে হয়, নতুন করে এক ধরনের মায়া তৈরি হচ্ছে।’ ঈদে মুক্তি পেয়েছে অমি নিরমিত ওয়েব ফিল্ম হাউ সুইট। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেল প্রমুখ।