প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৬:৩৩ PM
পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ, কারিগরি শিক্ষা অধিদফতর, আইইবি, আইডিইবি এবং ছাত্র প্রতিনিধিসহ ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি দাবিগুলো পূরণে সুপারিশ প্রণয়ন করবে। উক্ত সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও দাবি পূরণ না হওয়ায় কঠোর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অবশেষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে ৬ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় আশা করছে, ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে যে কর্মসূচি স্থগিত হয়েছে এরফলে শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনরত ছাত্রদের কর্মসূচি প্রত্যাহারের মাধ্যমে কারিগরি শিক্ষাঙ্গনে অস্থিরতা দূর হয়ে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে আশা করা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক ও রেল অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এতে জনদুর্ভোগের পাশাপাশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অস্থিরতা সৃষ্টি হয়। কারিগরি ছাত্র আন্দোলন এর ছাত্র প্রতিনিধিগণ গত ২১ এপ্রিল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে বিভাগের সম্মেলন কক্ষে সাক্ষাৎ করেন। এসময় কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র প্রতিনিধিদের ৬ দফা দাবির মধ্যে যৌক্তিক দাবিগুলো পূরণের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টিএমইডি) আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এতে আরও বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আন্দোলনরত ছাত্রদের সকল কর্মসূচি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান। ইতোমধ্যে যৌক্তিক দাবিগুলো পূরণের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদফতর, আইইবি, আইডিইবি এবং ছাত্র প্রতিনিধিসহ ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি দাবিগুলো পূরণে সুপারিশ প্রণয়ন করবে। উক্ত সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।