শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে যারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:০৮ PM

আইপিএলের ১৮তম আসরের পর্দা উঠেছে ২২ মার্চ। এরই মধ্যে গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের মধ্যে ৩৮টি মাঠে গড়িয়েছে, প্রতিটি দল অন্তত ৮টি করে ম্যাচ খেলে ফেলেছেন। গুজরাট, দিল্লি, কলকতা, সানরাইজার্স ৭টি করে ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত কোন কোন দল প্লে অফের দৌড়ে রয়েছেন এবং কারা ছিটকে যাওয়ার পথে হাটছেন যেনে নেওয়া যাক।  

১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে  গুজরাট, তাদের রানরেট +০.৯৮৪। অপরদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির রানরেট +০.৫৮৯। অপরদিকে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর রানরেট +০.৪৭২। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পাঞ্জাব কিংস। তাদের রানরেট +০.১৭৭। 
অন্যদিকে ৮ ম্যাচে ১০ পয়েন্ট ও +০.০৮৮ রানরেট নিয়ে ৫ম স্থানে আছে লখনউ সুপার জায়ান্টস। ৮ পয়েন্ট ও +০.৪৮৩ রানরেট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ানস।  ৭ ম্যাচে ৩ জয় ও ৪ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। তাদের রানরেট +০.৫৪৭। ৮ ম্যাচে ২ জয় ও ৬ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে আছে রাজস্থান রয়্যালস। 

এছাড়া ৪ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই ৪ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে তলানিতে। তাদের রানরেট -১.৩৯২। গ্রুপ পর্ব শেষে শীর্ষ ৪ দল পৌঁছে যাবে প্লে-অফে। শীর্ষে থাকা দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। পরের দুই দল খেলবে এলিমিনেটর। এখনও পর্যন্ত ১০ দলের মধ্যে একটাও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু কেউ আবার ছিটকেও যায়নি। প্রত্যেকটা দলই আপাতত টপ ফোরের জন্য দৌড়চ্ছে। তবে এখনও পর্যন্ত যে দলগুলো ৮ পয়েন্ট সংগ্রহ করেছে, তাদের সামনে রাস্তাটা অনেকটাই সহজ। আর যারা ৪ পয়েন্ট সংগ্রহ করেছে, তাদের সামনে রাস্তা কিছুটা হলেও কঠিন হতে পারে। কিন্তু প্লে-অফের দরজা এখনও পর্যন্ত প্রত্যেকটা দলের জন্যই খোলা রয়েছে। আগামী ম্যাচগুলো রোমাঞ্চকর হবে আশা করা যেতে পারে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সুইপার শুন্য থাকায় কুড়িগ্রামের আড়াই শ' শয্যার জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী
পাহাড় খেকোদের তান্ডব নিলায় ধ্বংসের দ্বারপ্রান্তে আজ শেরপুরের গারো পাহাড়
কবি নজরুল বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শেরপুরে নিখোঁজের দু'দিন পর এক নারীর মরদেহ উদ্ধার
কুলাউড়ায় সাংবাদিক সিপনের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মঞ্চে তাড়ুয়ার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
ভাঙাচোরা সড়কে সাধারণ মানুষের চরম দুর্ভোগ
ফরিদপুরের সালথায় আওয়ামী সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ্য কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
ইসরাইলি পণ্য বয়কট তালিকায় ভুল প্রচারে ক্ষতিগ্রস্ত দেশীয় শিল্প, ঝিনাইগাতীতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
কুলাউড়ায় ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে বর্জ্য সংগ্রহে ব্যাপক সাড়া
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com