প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৮:০৬ PM
গত শনিবার (১৯ এপ্রিল) ২০২৫, রাজধানীর কাকরাইলস্থ স্কাউট ভবনের শামস মিলনায়তনে কচুয়ার সবচেয়ে প্রাচীন সংগঠন ঢাকাস্থ কচুয়া সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি পিএসসির সদস্য ডা: মো. আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ডিআইজি (এডমিন, পুলিশ হেড কোয়ার্টার) কাজী মোঃ ফজলুল করিম। ঢাকাস্থ কচুয়া সমিতির পূর্ণমিলনী অনুষ্ঠান শেষে সমিতির সাধারণ সদস্যরা সাধারণ সভায় অংশগ্রহণ করে কন্ঠ ভোটের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করেন।
এই সময় প্রায় শতাধিক সদস্য অংশগ্রহণ করে। কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার আ.হ.ম. মনিরুজ্জামান দেওয়ান মানিক, ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, শহীদুল্লাহ কায়সার, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মফিজুল ইসলাম, মোস্তফা কামাল মজুমদার প্রমুখ। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ঢাকাস্থ কচুয়া সমিতির নতুন কমিটি একটি উন্নয়নমূলক আত্মসামাজিক কল্যাণমুখী সংগঠনের পরিণত হবে। একই সাথে নতুন এই নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেন