সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


ছাত্রদের ব্যবহার করে কেউ যেন রাজনীতি করতে না পারে: প্রধান উপদেষ্টাকে কায়কোবাদ
তাওহীদ হোসেন মিঠু, কুমিল্লা ব্যুরো
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৮:০০ PM

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও হুইপ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আপনি একজন ভালো মানুষ, আমাদের গর্ব। আপনি লক্ষ্য রাখবেন বাংলাদেশের ছাত্রদের নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে। তাদের লেখাপড়া যেন কেউ নষ্ট না করতে পারে। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে এখনও ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে আছে। তারা ছাতদের ব্যাবহার করে ফায়দা তিনে চাচ্ছে।

তিনি গতকাল (শনিবার) সন্ধ্যায় মুরাদনগরের হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে এক জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন। কায়কোবাদ বলেন, ছাত্রজনতা আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়েছে, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ। যারা প্রকৃত ছাত্র তারা এই মহান দায়িত্ব পালনের পর লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়েছে। তবে, নামধারী কিছু ছাত্র আজকে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। তারা ছাত্র নয়। আর কিছু ছাত্র আজকে আমাদের সমাজকে কলুষিত করতে চায়। আমাদের প্রকৃত ছাত্রদের লেখাপড়া কে নষ্ট করতে চায়। এটা হতে দেওয়া যাবে না। এসময় বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, বিএনপি নেতা এডভোকেট তৌহিদুর রহমান, কামাল উদ্দিন ভূঁইয়া, শাহ আলম সরকারসহ বিএনপির কুমিল্লা উত্তর জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কায়কোবা বলেন, ১৩ বছর দেশের বাইরে ছিলাম। কত ষড়যন্ত্র ছিল। ১৯৮৬ সাল থেকে দীর্ঘ ৪০ বছর আপনাদের কামলা হয়ে আছি। আগামীতেও কামলা হয়ে থাকতে চাই। আমি নেতা হতে চাইনা আপনারা আমাকে সংসদ সদস্য বানিয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমাদের নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। দৃস্কৃতিকারীদের সতর্ক করে দিয়ে কায়কোবাদ বলেন, ইনশাআল্লাহ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। যারা এখন ষড়যন্ত্র করছেন, নির্বাচনের পর কোথায় যাবেন আপনারা?







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কুবির ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
মুরাদনগরে পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় উপস্থিত স্বামী
ঢাকাস্থ কচুয়া সমিতির সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী ফজলুল করিম
গাজীপুরে বেতন বোনাস না পেয়ে শ্রমিকদের মানববন্ধন
কুমিল্লায় র‌্যাবের হাতে ১৬ হাজার ইয়াব, ৬ লক্ষ টাকাসহ ৪ জন গ্রেপ্তার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফ্যামিলিস ইন পতুগাল কতৃক ১৪৩২ বর্ষবরণ "
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
শাহ্ গ্রুপের চেয়ারম্যানের সাথে ঢাকা ক্লাব ফ্রান্সের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com