রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


ভালুকায় ডিজেল-পেট্রোল বিক্রির দোকানে আগুন, একজনের মৃতদেহ উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:৪৯ PM

ময়মনসিংহের ভালুকায় অবৈধ ডিজেল-পেট্রোল বিক্রির দোকানে গভীর রাতে আগুনে পুড়ে আমির হোসেন নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আমির হোসেনের বাড়ী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামে মৃত আব্দুল বারেকের ছেলে। উপজেলার হবিরবাড়ী আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজী হোসেনের প্রজেক্টে এই ঘটনাটি ঘটেছে।

আমির হোসেন গাজী হোসেনের প্রজেক্টে থেকে খোলা বাজারে অবৈধভাবে ডিজেল-পেট্রোল এর ব্যবসা করতেন। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) রাতের তিনটার দোকানে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাখানিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দোকান ঘরে প্রবেশ করে দেখেন দুই ড্রামের চিপায় আমীর হোসেনের পোড়া লাশ পড়ে রয়েছে। পরে নিহত আমির হোসেনের লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল রহমান জানান, পুলিশের মাধ্যমে রাত তিনটার আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং আমীর হোসেনের পোড়া লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনুনগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কুবির ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
মুরাদনগরে পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় উপস্থিত স্বামী
ঢাকাস্থ কচুয়া সমিতির সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী ফজলুল করিম
গাজীপুরে বেতন বোনাস না পেয়ে শ্রমিকদের মানববন্ধন
কুমিল্লায় র‌্যাবের হাতে ১৬ হাজার ইয়াব, ৬ লক্ষ টাকাসহ ৪ জন গ্রেপ্তার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলিস ইন পতুগাল কতৃক ১৪৩২ বর্ষবরণ "
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
শাহ্ গ্রুপের চেয়ারম্যানের সাথে ঢাকা ক্লাব ফ্রান্সের সৌজন্য সাক্ষাৎ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com