রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


সেরা এক্সচেঞ্জ রেট দিতে ‘ওয়ালেট’ ফিচার আনল ট্যাপট্যাপ সেন্ড
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:০৯ PM

আন্তর্জাতিক মানি ট্রান্সফার পরিষেবা প্রদানকারী অ্যাপ ট্যাপট্যাপ সেন্ড চালু করেছে নতুন ফিচার ট্যাপট্যাপ সেন্ড ওয়ালেট। এই ফিচারটির মাধ্যমে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপের ব্যবহারকারীরা ভবিষ্যতে অর্থ পাঠানোর জন্য এই ওয়ালেটে অগ্রিম অর্থ জমা করে রাখতে পারবেন এবং সেই অর্থ অন্য দেশে পাঠানোর বেশ আগেই সেরা এক্সচেঞ্জ রেটে কনভার্ট করে রাখতে পারবেন। ফলে তৎক্ষণাৎ প্রয়োজন না থাকলেও খুব ভালো এক্সচেঞ্জ রেটে  ভবিষ্যতে অর্থ পাঠানো যাবে।

সাধারণত খুব জরুরি প্রয়োজন হলে তৎক্ষণাৎ মানি ট্রান্সফার করা হয়। কিন্তু নিয়মিত অর্থ পাঠানোর ক্ষেত্রে অর্থ প্রেরনকারীরা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পাঠিয়ে থাকে। তাই ভবিষ্যতে অর্থ পাঠানোর জন্য এই ওয়ালেটটি সুবিধা দিবে যেখানে থাকবে সেরা এক্সচেঞ্জ রেট নির্ধারণ করার সুযোগ। এছাড়া, বড় পরিমাণ অর্থ পাঠানোর জন্যও এই ফিচারটির মাধ্যমে অর্থের পরিমাণ আলাদা করে রাখা যায়।

এই ফিচারের মাধ্যমে আর্থিক লেনদেনের উপর নিজের নিয়ন্ত্রণ আরও বেশি নিশ্চিত করা যায় এবং একইসাথে লেনদেন সাশ্রয়ীও করা যায়। এক্সচেঞ্জ রেটের পাশাপাশি অর্থ প্রেরণের সময় নির্ধারণ করার সুবিধা থাকায় এতে আর্থিক পরিকল্পনা এবং বাজেট করাও সহজ হয়ে উঠে।
ট্যাপট্যাপ সেন্ড ওয়ালেটটি ব্যবহার করা সহজ। ভেরিফাইড অ্যাকাউন্ট থাকলেই অ্যাপ ইউজাররা সরাসরি নিজের অ্যাপের হোম স্ক্রিনে এই ওয়ালেট ফিচারটি যুক্ত করতে পারবেন। প্রথমে এই ওয়ালেটে অর্থ বা ফান্ড জমা করতে হবে এবং পরবর্তী থাপে ব্যবহারকারীরা তাদের সুবিধা অনুযায়ী অর্থ পাঠানো সম্ভব। অ্যাপ ব্যবহারকারীরা ওয়ালেটে থাকা অর্থ পাঠানোর পদ্ধতিও নির্বাচন করতে পারবে। 

ট্যাপট্যাপ সেন্ড ওয়ালেটটি ব্যবহার করাও সহজ। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীরা ট্যাপট্যাপ সেন্ড অ্যাপের হোম স্ক্রিনে এই ওয়ালেট যুক্ত করতে পারবেন। এই ওয়ালেটে ফান্ড জমা হয়ে গেলে, ব্যবহারকারীরা তাদের সুবিধা অনুযায়ী অর্থ পাঠাতে পারবেন। ট্যাপট্যাপ সেন্ড ওয়ালেট ফিচারটি সম্পূর্ণ সুরক্ষিত। এই ফিচারটি বর্তমানে সুনির্দিষ্ট কয়েকটি দেশে এবং মুদ্রায় চালু করা হয়েছে। সামনে ফিচারটি আরও বিভিন্ন দেশে চালু হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কুবির ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
মুরাদনগরে পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় উপস্থিত স্বামী
ঢাকাস্থ কচুয়া সমিতির সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী ফজলুল করিম
গাজীপুরে বেতন বোনাস না পেয়ে শ্রমিকদের মানববন্ধন
কুমিল্লায় র‌্যাবের হাতে ১৬ হাজার ইয়াব, ৬ লক্ষ টাকাসহ ৪ জন গ্রেপ্তার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলিস ইন পতুগাল কতৃক ১৪৩২ বর্ষবরণ "
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
শাহ্ গ্রুপের চেয়ারম্যানের সাথে ঢাকা ক্লাব ফ্রান্সের সৌজন্য সাক্ষাৎ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com