সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


সানফ্রানসিসকোতে গানে সংবর্ধনায় ড. অণিমা রায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬:০৯ PM

দীর্ঘদিন পর দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ড. অণিমা রায় যুক্তরাষ্ট্র ভ্রমনে গিয়েছেন। তবে পারিবারিক ভ্রমন হলেও এবারের যাত্রায় নিউইয়র্ক, ডালাসসহ বেশ কিছু রাজ্যে সংবর্ধিত হলেন তিনি। গত ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো শহরে এক আড়ম্বড়পূর্ণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. অণিমা রায়কে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বায়োস্কপ ফিল্মস। সানফ্রানসিসকোর ফ্রিমন্ট এলাকার একটি অডিটরিয়ামে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা দেন বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রুবনা রশীদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী নন্দিতা ইয়াসমিনসহ একাধিক শিল্পানুরাগী। আয়োজনের নাম ছিল ‘বৈশাখে রবীন্দ্র সঙ্গীতের আসর’। অনুষ্ঠানের শুরুতে শায়লা জামান দিনা ও রাজশ্রীর গানের পর মূল পরিবেশনায় ১৫ টি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান কন্ঠশিল্পী ড. অণিমা রায়। শিল্পী তার অনুষ্ঠান শেষ করেন দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’ গানটির মাধ্যমে। মুগ্ধ দর্শকেরা তখন দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও কেঁদে ওঠেন স্বদেশকে মনে করে!
আয়োজন প্রসঙ্গে শিল্পী অণিমা রায় বলেন,‘আমার এবারের ভ্রমন একেবারেই ব্যক্তিগত। সন্তানকে নিয়ে পরিবারের সাথে অল্প কিছুদিনের জন্য সময় কাটানো। সেখানে এত এত মানুষের ভালোবাসা পাবো, তা সত্যিই আনন্দের। একজন শিল্পী এই ভালোবাসা কুড়াতেই গান করেন। সেখানে নিউইয়র্ক, ডালাস ও সানফ্রানসিসকোতে যে সম্মানটুকু পেলাম। তা সত্যিই অনেকদিন আরো ভালো কিছু গান করার শক্তি জোগাবে। বিশেষ স্বদেশ পর্যায়ের গানে খেয়াল করলাম দর্শকেরা চোখ মুছছেন। সত্যিই এ এক অভুতপূর্ব প্রাপ্তি আমার। কৃতজ্ঞতা ক্যালিফোর্নিয়ার দর্শকদের প্রতি। এত নিবিষ্ট শ্রোতা দর্শকের সামনে সত্যিই গাইতে ইচ্ছে করে।’ অনুষ্ঠানের একটি অংশে ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ পরিবেশনা অণিমা রায়ের গানের সাথে রাজ হামিদের আবৃত্তি ও নওশাবা রুবনা রশীদের ক্লাসিকাল নৃত্য অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে। 
শিল্পী অণিমা রায়ের পরিবেশনায় ছিল আকাশ ভরা সূর্যতারা, এরা সুখের লাগি, গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ, কতবারো ভেবেছিনু, প্রান চায় চক্ষু না চায়সহ একাধিক রবীন্দ্রসঙ্গীত ও তিন কবির গানের পরিবেশনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যারীন তাসনিম পুলম। যন্ত্রানুসঙ্গে ছিলেন তবলায় প্রদোষ সরকার, কী-বোর্ডে সুজন বিন ওয়াদুদ, গিটারে রায়ান মঈনুদ্দিন। এই আয়োজন প্রসঙ্গে রাজ হামিদ বলেন,‘আমার জানামতে পঞ্চগীতিকবির ওপরে গবেষণা করে ডক্টরেট ডিগ্রী নেয়া রবীন্দ্রসঙ্গীত শিল্পী বাংলাদেশে নেই। শিল্পী নিজেও একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান। এমন একজন গুণী শিল্পীকে আমরা আমাদের শহরে সম্মান জানাতে পেরে সত্যিই গর্বিত। অনুষ্ঠানটি সকলেই মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন। এই আয়োজনের এটিই স্বার্থকতা।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কুবির ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
মুরাদনগরে পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় উপস্থিত স্বামী
ঢাকাস্থ কচুয়া সমিতির সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী ফজলুল করিম
গাজীপুরে বেতন বোনাস না পেয়ে শ্রমিকদের মানববন্ধন
কুমিল্লায় র‌্যাবের হাতে ১৬ হাজার ইয়াব, ৬ লক্ষ টাকাসহ ৪ জন গ্রেপ্তার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফ্যামিলিস ইন পতুগাল কতৃক ১৪৩২ বর্ষবরণ "
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
শাহ্ গ্রুপের চেয়ারম্যানের সাথে ঢাকা ক্লাব ফ্রান্সের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com