প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৩:০৯ PM
ঘরের মাঠে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। অপরদিকে ব্যস্ততা শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলেরও। চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ৬টি একদিনের ম্যাচ খেলবে যুবারা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ সামনে রেখে শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।
যেখানে যথারীতি নেতৃত্বে রাখা হয়েছে আজিজুল তামিমকে। এছাড়া দলে রয়েছেন জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল ও কালাম সিদ্দিকি অ্যালিনরা। ১৫ সদস্যের এই দলে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আরও ৫ জনকে। যারা মূল দলের কেউ চোটে পড়লে তাদের জায়গায় সুযোগ পাবেন।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের আগে ২৪ এপ্রিল ওয়ার্মআপ ম্যাচ খেলবে দুই দল। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ২৮ এপ্রিল এবং ১, ৩, ৬ ও ৮ মে অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই হবে হাম্বানটোটায়।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড- আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ডবাই- রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।