প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:০৮ PM
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল তিনটায় কুড়িগ্রাম জেলা ট্রাক , ট্যাঙ্কলড়ি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার সম্মিলিত শ্রমিক- কর্মচারী ঐক্য জোটের আহ্বায়ক মোঃ আয়নাল হক। সাংগঠনিক বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব সাংবাদিক আমিনুর রহমান। যুগ্ম আহবায়কদের মধ্যে বক্তব্য রাখেন রোস্তম আলী, মোঃ তাইজুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ জমশেদ আলী ও কুড়িগ্রাম হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফজলুল হক প্রমুখ।
সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, কুড়িগ্রাম পৌরসভার সাবেক প্রশাসক উত্তম কুমার রায় এবং কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভিন শ্রমিক বান্ধব কর্মকান্ড অব্যাহত রাখায় তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়াও বিশেষ সভায় আগামী ২৩ এপ্রিল সকাল ১০টায় কুড়িগ্রামের সকল ট্রেড ইউনিয়নভুক্ত শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ১০ দফা দাবী উত্থাপন এবং সভা শেষে সকলে মিলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করা হবে। এছাড়াও মে দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের একটি পোষ্টার প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।