রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:০৪ PM

শেরপুরের গারো পাহাড়ের সীমান্তবর্তী এলাকার কোচ নৃ-গোষ্ঠীর নারীরা কর্মে এখন পিছিয়ে নেই। ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া, শালচূড়া, ডেফলাই, গান্ধীগাঁও,বাকাকূড়া, হালচাটি, গজনী, পানবর, নকশী, ভালুকা তাওয়াকুচাসহ বিভিন্ন পাহাড়ি গ্রামগুলোতে কোচ সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। এসব এলাকার লোকদের অভাব-অনটন, দুঃখ আর দূর্দশাই নিত্যদিনের সঙ্গী। এসব গ্রামগুলোতে কোচ সম্প্রাদয়ের পুরুষরা সন্তানদি নিয়ে বাড়িতেই খেলাধুলার মাধ্যমে সময় কাটান আর নারীরা জীবিকার দ্বায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তবে আধুনিকতার ছোঁয়ায় কোচদের রেওয়াজের পরিবর্তন এসেছে। নারীদের পাশাপাশি পুরুষরাও বিভিন্ন কাজ কর্ম করে থাকেন।

সীমান্তবর্তী এসব গ্রাম গুলোতে ছোট বড় প্রায় ৬ শতাধিক পরিবারে নারী পুরুষ শিশু বৃদ্ধ মিলিয়ে প্রায় দুই হাজার কোচ নৃ-গোষ্ঠীর লোকজনের বসবাস। এসব পরিবারের লোকজন সনাতন ধর্মের অনুসারী ও মাতৃতান্ত্রিক পরিবার প্রথায় বিশ্বাসী। জীবিকার ক্ষেত্রে কোচ নারীরাই প্রধানত কৃষি কাজের উপর নির্ভরশীল। একসময় তারা গারো পাহাড়ে লাকড়ি কুড়িয়ে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। এবং তাদের মেয়েরা বিভিন্ন পার্লারে কাজ করে। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে বর্ধিত সাংসারিক খরচ মেটাতে কোচ নারীরা সারাবছর জুড়ে কৃষি কাজে লিপ্ত আছেন।

রাংটিয়া এলাকার কৃষি জমিতে কাজ করার সময় কয়েকজন কোচ নৃ-গোষ্ঠী নারীর সঙ্গে কথা বললে তাদের মধ্যে জনমনি কোচ নামে নারী বলেন, সারাদিন এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাজ করে ৬ শত টাকা মজুরি পাই। তাই দিয়ে বাজার খরচ, বাচ্চাদের পড়াশোনা ও অন্যান্য খরচ চালাতে হিমশিম খাচ্ছি। ওই এলাকার কষি শ্রমিক শুকিলা কোচ বলেন, আমরা কষ্টে জীবন যাপন করলেও সরকার আমাগো খোঁজ নেয় না। তাই সারাবছর যেটুকু কৃষি কাজ পাই তাই দিয়ে জীবন চালাই। ঘরে বৃদ্ধ বাবা ও অসুস্থ স্বামীর দেখাশোনাও আমাকেই করতে হয়।

নিরলা কোচ নামে আরেক কৃষি শ্রমিক তার সাথে কথা বললে তিনি জানান, কৃষি কাজ করেই তিন ছেলে মেয়েকে মানুষ করেছি। তবে আমরা বৈষম্যর শিকার। সরকারী সাহায্য-সহযোগীতার ক্ষেত্রেও আমরা চরমভাবে বৈষম্যর শিকার। মজুরী ক্ষেত্রেও পুরুষদের তুলনায় বৈষম্যর শিকার। এবিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম রাসেল বলেন, আমরা আমাদের পক্ষ থেকে কোচ নৃ-গোষ্ঠীর স্কুল পড়ুয়া বাচ্চাদের মাঝে সাইকেল, বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ ও তাদের জীবন মান উন্নয়নের জন্য প্রাণি সম্পদ বিভাগ থেকে বিভিন্ন উপকরণ এবং সমাজ সেবা বিভাগ থেকে বিভিন্ন আর্থিক সহযোগিতা করা হয়েছে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে তাদের জীবন মান উন্নয়নে সকল প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

‘চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ’
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আগামীকাল থেকে আমরণ অনশন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা, জড়িতদের ফাঁসির দাবি ওমর সানির
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৪ আরোহীর সবাই নিহত
সেরা এক্সচেঞ্জ রেট দিতে ‘ওয়ালেট’ ফিচার আনল ট্যাপট্যাপ সেন্ড
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
শাহ্ গ্রুপের চেয়ারম্যানের সাথে ঢাকা ক্লাব ফ্রান্সের সৌজন্য সাক্ষাৎ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com