রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাসসেবা চালু
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:০১ PM

দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি কলেজ। এ প্রতিষ্ঠানে নানান সুবিধা থাকলেও বিগত দিনে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কোনো বাস ছিল না। তাদের স্বপ্ন ছিল বাসে উঠে কলেজে আসা-যাওয়া করবেন। অবশেষে সে স্বপ্ন পূরণ হয়েছে। কর্তৃপক্ষ প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করেছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ এ বাস সার্ভিস অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চারটি বাস দিয়ে যাত্রা শুরু হবে, যা চারটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্দিষ্ট রুটে চলাচল করবে। বাস সার্ভিস পেতে হলে শিক্ষার্থীদের কলেজ আইডি কার্ড প্রদর্শন করতে হবে। আইডি কার্ড ছাড়া কোনোভাবেই এ সেবা দেয়া হবে না।

রুট নম্বর-১: ঝিনাইগাতী বাজার- আহম্মদনগর- পাগলার মোড়- তিনানী বাজার ব্রিজ- কাঠালতলী- কোয়ারী রোড- জুলগাঁও নতুন সড়ক- কালীবাড়ী বাজার-বাজিতখিলা- তাতালপুর- শেরপুর সরকারি কলেজ।

রুট নম্বর-২: শেরপুর ব্রিজ (ব্রহ্মপুত্র সেতু)- ব্যাঙের মোড়, আমতলী বাজার, শিমুলতলী বাজার, পোড়াদহ বাজার, নন্দীর বাজার, নতুন সড়ক- বটতলা- কুসুমহাটী- শেরী ব্রিজ- শেরপুর সরকারি কলেজ।

রুট নম্বর-৩: মাঝপাড়া- বটতলা- শ্রীবরদী বাজার- মাটিয়াকুড়া- গাবতলী- তেনাচিড়া বিজ্র-ভারেরা- কুরুয়া বাজার- কুড়িকাহনিয়া বাজার- ইন্দিলপুর বাজার- চিথলিয়া- আখের মাহমুদ বাজার- খোয়ারপাড়- শেরপুর সরকারি কলেজ।

রুট নম্বর-৪: গৌড়দ্বার- পাইস্কা মোড়- নকলা হলপট্টি- গণপদ্দী বাজার- তারাকান্দি বাজার- কানাশাখোলা বাজার- অষ্টমীতলা- শেরপুর সরকারি কলেজ। এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহ্ কামাল উদ্দীন বলেন, ‘দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা এ কলেজে পড়াশোনা করতে আসেন। অনেক শিক্ষার্থীর দৈনিক ভাড়া বাবদ ১৫০-২০০ টাকা খরচ হয়। তাদের সুবিধার কথা চিন্তা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে শিক্ষার্থীরা সহজে ও নিরাপদে কলেজে আসা-যাওয়া করতে পারবেন।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ বলেন, ‘শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ছাত্রদের হলের নাম শহিদ মাহবুব হল নামকরণ করা হয়েছে, ছাত্রীদের জন্য অচিরেই আরেকটি হল চালু হবে। দূরের শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে প্রথমবারের মতো চারটি রুটে চারটি বাস সার্ভিসের উদ্যোগ নেয়া হয়েছে। পহেলা বৈশাখ এ বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে।
বাস সার্ভিস চালুর খবরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা বলছেন, অনেক সময় ভাড়া গাড়ির জন্য অপেক্ষা করতে হতো। কখনো হেঁটেও কলেজে আসতে হয়েছে। এখন কলেজ বাস থাকায় অনেকটাই স্বস্তি মিলবে। ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

‘চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ’
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আগামীকাল থেকে আমরণ অনশন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা, জড়িতদের ফাঁসির দাবি ওমর সানির
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৪ আরোহীর সবাই নিহত
সেরা এক্সচেঞ্জ রেট দিতে ‘ওয়ালেট’ ফিচার আনল ট্যাপট্যাপ সেন্ড
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
শাহ্ গ্রুপের চেয়ারম্যানের সাথে ঢাকা ক্লাব ফ্রান্সের সৌজন্য সাক্ষাৎ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com