প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:৫১ PM
ময়মনসিংহের ভালুকায় মডেল থানা পুলিশের আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল ২০২৫) সকালে ভালুকা মডেল থানা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হুদা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস।
অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মুজিবুর রহমান মজু, সাখাওয়াত হোসেন পাঠান ও রুহুল আমীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলু,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, , উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ,স্বেচ্ছাসেবক দলনেতা কায়সার আহমেদ কাজল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান। এছাড়া সভায় ভালুকা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ-জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং সকলের সহযোগিতায় ভালুকাকে একটি শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে আগত বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা তাদের মতামত প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।